অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: আদিবাসী সমাজের ডাকা বনধে প্রভাব পড়ল দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। বনধ পুরোপুরি সফল হয়েছে বলেই দাবি সংগঠনের। জানা গিয়েছে, অ-আদিবাসীদের আদিবাসী হিসাবে শংসাপত্র প্রদানের বিরোদিতা, ,অলচিকি ভাষায় পঠন পাঠন, তপশিলি উপজাতি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সরকারি টালবাহানা, আদিবাসী সমাজের কুসংস্কার ও ডাইনি প্রথা দূরীকরণ বিষয়ে সরকারি পদক্ষেপ গ্রহণ ইত্যাদি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোমবার আদিবাসী সেঙ্গেল অভিযান ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দেয়। সেই বন্ধের প্রভাব পড়ে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। এদিন সকাল থেকেই জনজীবন পুরো স্তব্ধ হয়ে পড়ে বালুরঘাট শহরে। বালুরঘাটের একাধিক জায়গায় আদিবাসীরা তির, ধনুক, কুড়ুল নিয়ে রাস্তা অবরোধ করেন বনধ সমর্থনকারীরা। তীর ধনুক হাতে মহিলাদেরও বনধের সমর্থনে পথে নামতে দেখা যায়।পাশাপাশি এদিন, বালুরঘাটে সাধনা মোড় এলাকায় এক টোটো চালকের টোটো ভাঙচুর করার অভিযোগ ওঠে বন সমর্থনকারীদের বিরুদ্ধে। এর পরেই সাধানা মোড় এলাকায় প্রতিবাদ দেখাতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ অফিসাররা। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেই ডিএসপি জানান।সব মিলিয়ে জেলার আটটি ব্লক ও তিনটি পুরসভা এলাকায় বনধের প্রভাব লক্ষ্য করা যায় সোমবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct