আজিজুর রহমান, গলসি, আপনজন: গলসিতে শাসক দলে ভাঙন। তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন ১৩৫ জন কর্মী। রবিবার গলসি ২ নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে সাঁকো গ্রাম পঞ্চায়েতের বড়মুড়িয়া গ্রামে একটি নতুন কার্যালয়ের উদ্বোধন করেন স্থানীয় নেতৃত্ব। সেখানেই শতাধিক মানুষ তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেছে বলে জানান, প্রদেশ কংগ্রেস সদস্য গৌরব সমাদ্দার। তিনি বলেন, দেশ জুড়ে নিত্যদিন তাদের সংগঠন বৃদ্ধি পাচ্ছে। এ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে যোগদানের কাজ। কংগ্রেস যে দিনে দিনে শক্তিশালী হচ্ছে এই যোগদান থেকে তা স্পস্ট। এদিন কর্মীদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য গৌরব সমাদ্দার, গলসি এক ও দুই ব্লক কংগ্রেস সভাপতি শেখ নবীরুল হক ও অসীম দত্ত, যুব সভাপতি আকিব জাবেদ মন্ডল, কংগ্রেস নেতা রাজীব মল্লিক। কংগ্রেস নেতা সেখ নবিরুল হক জানান, দুর্নীতিতে যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে একমাত্র কংগ্রেসই পারবে। তাই তাদের দলে যোগদান করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct