জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘণ্টা বাংলা বনধের প্রভাব পড়ল জেলা জুড়ে। প্রসঙ্গত,একশো আদিবাসী সাঁওতাল পরিবারকে সামাজিক বয়কট করার প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক দেয় আদিবাসী সেঙ্গেল অভিযান। গত শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ২২ মে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেয় আদিবাসী সেঙ্গেল অভিযানের সুপ্রিমো শালখান মুর্মু। জানা যায় গত ২৩ শে মার্চ ২০২১ তারিখে পুরুলিয়ার হুড়া থানার জোবরা গ্রাম পঞ্চায়েত এলাকার মোরজঙ্গলপুর গ্রামের একশো টি পরিবারকে সামাজিক ভাবে বহিষ্কার করা হয়। প্রায় দুবছর পরেও তাদের সমস্যার সমাধান হয়নি। একই ভাবে গত ২১ বছর ধরে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার কেশপুর গ্রামের বাসিন্দা স্বর্গীয় রাম হেমব্রম সামাজিক ভাবে বহিষ্কৃত হয়ে আছে। তার মৃত্যুর পর শ্রাদ্ধকর্ম করতে পারছে না তার পরিবার। যার ফলে ওই নির্যাতিত পরিবার গুলি সামাজিক বয়কট হয়ে রয়েছে। তাদের কোন রকম ব্যাবস্থা গ্রহণ করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে। তারই প্রতিবাদ জানিয়ে এদিন ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দেয় আদিবাসী সেঙ্গেল অভিযান। পাশাপাশি আদিবাসী কুড়মি সমাজ এস.টি হওয়ার জন্য যে আন্দোলন করছে তারও প্রতিবাদ জানিয়ে এই বনধ। সকাল থেকেই আদিবাসী সেঙ্গেল অভিযানের ১২ ঘণ্টা বনধের প্রভাব পড়ল পুরুলিয়ার ,বাঘমুন্ডি,ঝালদা সহ বিভিন্ন জায়গায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct