আপনজন ডেস্ক: সৌদি আরবে বছরের সবোর্চ্চ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এর আগে দেশটিতে এম বৃষ্টিপাতের কখনো লক্ষ্য করা যায়নি। প্রবল বৃষ্টিপাতের ফলে বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা। বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। চলমান আবহাওয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতিতে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স বিভাগ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।জেনালেন ডিরেক্টরেট এক বিবৃতিতে জানিয়েছে, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে সেখানে। বিশেষ করে তায়েফ, মায়সান, আদহাম, আল-খুরমা, আল-আরদিয়াত, তুরবাহ, রানিয়া এবং আল-মাওইয়াহ এলাকায়। তাছাড়া আসির, আল-বাহা, জাজান ও নাজরান অঞ্চলগুলো প্রভাবিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct