আপনজন ডেস্ক: বড্ড অসময়ে মৌসুমের সর্বোচ্চ রানের ইনিংসটি খেললেন ডেভিড ওয়ার্নার। আগেই লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের। শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। সেই ম্যাচে চেন্নাইয়ের ২২৩ রান তাড়া করতে নেমে ওয়ার্নার খেলেন ৫৮ বলে ৮৬ রানের ইনিংস। এবারের আসরে তাঁর সর্বোচ্চ। অরুণ জেটলি স্টেডিয়ামের ম্যাচটিতে দিল্লি শেষ পর্যন্ত জিততে পারেনি। যদিও উপকার বিশেষ হতো না। তবে ৮৬ রানের ইনিংস খেলার মাধ্যমে অনন্য এক কীর্তি গড়েছেন ওয়ার্নার। এবারের আইপিএলে বাঁহাতি এই ব্যাটসম্যানের রানসংখ্যা দাঁড়িয়েছে ৫১৬। আইপিএলের এক মৌসুমে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন এ নিয়ে সপ্তমবার। বিদেশি তো বটেই, ভারতীয় ব্যাটসম্যানদেরও আর কারও এমন কীর্তি নেই। আইপিএল ইতিহাসে ছয় হাজারের বেশি রান করা বিরাট কোহলি, শিখর ধাওয়ান বা রোহিত শর্মাও নয়। এবারসহ আইপিএলের ১৪টি আসরে খেলেছেন ওয়ার্নার। এর মধ্যে ৫০০–এর বেশি রান করেছেন যথাক্রমে ২০১৪ (৫২৮ রান), ২০১৫ (৫৬২ রান, আসরের সর্বোচ্চ), ২০১৬ (৮৪৮ রান), ২০১৭ (৬৪১ রান, আসরের সর্বোচ্চ), ২০১৯ (৬৯২ রান, আসরের সর্বোচ্চ), ২০২০ (৫৪৮ রান) ও ২০২৩ সালে (৫১৬ রান)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct