আপনজন ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ঐতিহাসিক নিও-ক্লাসিক্যাল ম্যানিলা সেন্ট্রাল পোস্ট অফিস। আগুনে বেইসমেন্ট থেকে পঞ্চম তলা পর্যন্ত পুরো ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২শে মে দেশটির কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম বিএসএস জানিয়েছে, রবিবার গভীর রাতে প্যাসিগ নদীর পাশে অবস্থিত এই পোস্ট অফিসে আগুন লাগে। মুহূর্তেই আকাশে শত শত মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। আগুন লাগার পর ৮০টিরও বেশি ফায়ার ট্রাক কয়েক দশকের ওই পুরনো পোস্ট অফিসে পাঠানো হয়েছিল। ফায়ার প্রটেকশন ব্যুরো জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের সাত ঘণ্টার বেশি সময় লেগেছে। পোস্টমাস্টার জেনারেল লুইস কার্লোস ডিজেডবিবি রেডিওকে বলেন, বেইসমেন্ট থেকে পঞ্চম তলা পর্যন্ত পুরো ভবনটি পুড়ে গেছে। তিনি আরো জানান, রাজধানীজুড়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেড কর্মীদের মোতায়েন করা হয়েছে। আগুন নেভানোর সময় একজন স্বেচ্ছাসেবী দমকলকর্মী সামান্য আহত হয়েছেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। জানা যায়, ১৯২৬ সালে নির্মিত পোস্ট অফিসটিকে ম্যানিলার ‘গ্র্যান্ডেস্ট বিল্ডিং’ হিসেবে বিবেচনা করা হত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ধ্বংস হয়ে যায় এবং ১৯৪৬ সালে পুনর্নির্মিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct