মোল্লা মুয়াজ ইসলাম, জামালপুর, আপনজন: মাধ্যমিক পরীক্ষায় জামালপুর ব্লকের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানাতে তাদের বাড়িতে পৌঁছে গেলেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান ও পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক। ছিলেন শ্রমিক সংগঠনের সভাপতি তবারক আলী মন্ডল ও স্থানীয় অঞ্চল সভাপতি আনোয়ার সরকার, আজাদ রহমান সহ অন্যান্যরা। এবছর ব্লকে ৬৭০ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সুরে কালিতলা বিদ্যালয়ের ছাত্রী পাওলি নন্দী। দ্বিতীয় পর্বতপুর স্কুলের ছাত্র তৃষাণ ঘোষ সে পেয়েছে ৬৬৭ ও ৬৬৬ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে চকদিঘী হাই স্কুলের ছাত্র সূর্যকান্ত চন্দ্র। এদের প্রত্যেককেই একটি উত্তরীয় ফুলের তোড়া মিষ্টির প্যাকেট দেওয়া হয়। মেহমুদ খান ও ভূতনাথ বাবু দুজনেই এদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন ও আগামীতে এরা এলাকার মুখ উজ্জ্বল করবে বলে তারা মনে করেন।ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতি সভাপতির হাত থেকে এই ধরনের সম্বর্ধনা পেয়ে খুশি এই কৃতি ছাত্র-ছাত্রীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct