নকিব উদ্দিন গাজী, ঢোলা, আপনজন: মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস করেন তখন তার পাশে দুই ব্যক্তি ছিলেন একজন ফিরহাদ হাকিম ও অন্যজন মদন মিত্র। বর্তমানে ফিরহাদ হাকিম মুখ হয়েছেন আর মদন মিত্র মুখর হয়েছেন। রবিবার দক্ষিণ ২৪ পরগনার ঢোলার জনসভা থেকে সাংবাদিকদের সম্মুখীন হয়ে বললেন সিপি আই এমের রাজ্য সম্পাদক মহ: সেলিম। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে তিনি বলেন, ওকে নিয়ে এতো হৈ চৈ করার কি আছে কত মানুষ এমনিতে ছেলে রয়েছে ওকে নিয়ে কেন হৈচৈ করা হচ্ছে কারণ ওর বউ সোনা পাচার করেছে ওর শ্যালিকা বিদেশে টাকা জমায় বলে নাকি ও ১৮ কোটি টাকা নিয়েছে বলে। অন্যদিকে সিবিআই জিজ্ঞাসাবাদের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নিয়োগ দুর্নীতিতে যাদের নাম উঠে আসছে তার বাড়ি পূর্ব মেদিনীপুরে মুর্শিদাবাদের দায়িত্বে ছিলেন তাকে কেন জেরা করা হচ্ছে না এই প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, তাহলে তো ওর পিসিকে আগে জেরা করা দরকার। কারণ ওর পিসি তো দায়িত্ব দিয়েছিলেন প্রথমে মুকুল রায়কে পরে মুকুল রায় বিজেপি তে যাওয়ার পর শুভেন্দু অধিকারী কে দায়িত্ব দিয়েছিলেন শুভেন্দু বিজেপিতে যাওয়ার পরে ওর হাতে দায়িত্ব দিয়েছে। এদিনের জনসভায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সদস্য সহ কয়েকশত তৃণমূল কংগ্রেস কর্মী সিপিআইএমে যোগদান করেন। এদিনের জনসভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সিপি আইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআইএমের রাজ্যসভার সংসদ বিকাশ ভট্টাচার্য, এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীক রহমান, সি পি আই এম নেতা কান্তি গাঙ্গুলি সহ অন্যান্য জেলা নেতৃত্ববৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct