রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: ভারতে ব্রিটিশের ভারতীয়দের বন্ডেড লেবারের নামে দাসত্ব করাত। ঠিক তেমনি আজকের সিভিকদেরকেও সেই বন্ডের লেবারে পরিণত করা হয়েছে সাংবাদিক বৈঠকে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অধীর চৌধুরী বলেন, “ পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের অবস্থা খুব খারাপ। ১১ বছর সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন, এখনও তারা বেতন পান মাত্র ৯ হাজার টাকা করে। এদের ভবিষ্যৎ কী তা তারা জানে না। তাদেরকে ক্রীতদাস হিসেবে ব্যবহার করা হচ্ছে”অধীর অভিযোগ করে বলেন, “সিভিক ভলান্টিয়ারদের দারিদ্রকে এমনভাবে কিনে রাখা হয়েছে, যে তাদেরকে বলা হচ্ছে সরকারি দলের কথা না শুনলে আগামী দিনে ৯ হাজার টাকার বেতনটাও নিশ্চিত নয়। “এছাও পঞ্চায়েত নির্বাচনের আগে টিকিট নিয়ে তৃণমূলে মারামারি শুধু এখানেই নয়, সারা পশ্চিমবঙ্গেই। এদিন ভরতপুরে শাসক শিবিরে লাঠালাঠি নিয়ে এমনটাই প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। তিনি জেলায় ফের এই ধরণের ঘটনার সম্ভাবনা প্রকাশ করেছেন। তিনি বলেন, “১০০ দিনের কাজের টাকা নেই। ঘর তৈরির টাকা নেই। তাঁর প্রশ্ন, কোথা থেকে পাবে। বম্ব তৈরি করে মিথ্যা কথা বলে আর মস্তানি করে মানুষের কাছে থেকে আদায় বাড়াবে তারা।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct