অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: জীববৈচিত্রের কথা শুনলেই, আমাদের চোখের সামনে ভেসে ওঠে জল, স্থল সকল জায়গায় সকল পরিবেশে থাকা সকল ধরনের জীব এবং উদ্ভিদের বিচিত্ৰতার সুন্দর চিত্র। তবে প্রতিনিয়ত মানুষের নানান ধারার চাহিদার পরিসর বিস্তৃত হওয়ার কারণে পৃথিবীতে লাখ লাখ প্রজাতি আজ বিলুপ্ত হওয়ার ঝুঁকির মুখে পড়েছে। জীববৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই জাতিসংঘ পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে ২২ মে দিনটি বিশ্ব জীববৈচিত্র্য দিবস হিসেবে উদযাপন করে আসছে। এই বিশেষ দিনটির গুরুত্বের কথা মাথায় রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটেও জীববৈচিত্র্য সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন করলেন দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সেই উপলক্ষে রবিবার প্রায় ২০০ জন পড়ুয়া দের সামনে সচেতনতার বার্তা দিল তারা। বালুরঘাটে শিশু শিল্পায়ন আর্ট স্কুলের কচিকাঁচারা হারিয়ে যাওয়া জীববৈচিত্র্যদের সম্পর্কে বড় দের সচেতন করতে ছবি আঁকলো। বললো আমরা প্রকৃতির বন্ধু হবো। একদম প্রথমে জীববৈচিত্র্য কি এবং পৃথিবী জুড়ে জীববৈচিত্র্য দিবস কেন পালন করা হয় তার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব ব্যাখ্যা করেন সম্পাদক তুহিন শুভ্র মন্ডল। সঙ্গে ছিলেন সংস্থার বিজন সরকার, সনাতন প্রামাণিক, ত্রিদীব সরকার, অতনু ঘোষ,অসিত বর্মণ নয়নরা।তারপর মাহিনগর পার্শ্বস্থ আত্রেয়ী নদীর ধারে গাছ ঘেরা মনোরম পরিবেশে সায়ন্তিকা, তনুশিয়া,তপজ্যোতি, অন্তরারা কেউ আঁকলো গাছ কেটে নিলে পাখিরা কোথায় যাবে, কেউ আঁকলো জীববৈচিত্র্য বাঁচলে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে ইত্যাদি। সমগ্র পৃথিবীর সঙ্গে সঙ্গে বালুরঘাট শহরে ও গ্রামীন এলাকা গুলিতেও পরিবেশের নানা সঙ্কটে জীববৈচিত্র্য সঙ্কটে। একটু একটু করে হারিয়ে যাওয়ার পথে পা বাড়িয়েছে পাখিরা। ক্রমশ: হারাচ্ছে চড়ুই, বাবুই,টুনটুনিরা। কমেছে গাছ। কমেছে মাছ বৈচিত্র্য। উপযুক্ত পরিবেশের অভাবে বাসস্থান চ্যুত শেয়াল, সাপ, প্রজাপতিরা। এই ধরণের কর্মসূচি কতটা প্রয়োজন?অভিভাবক পার্থ মন্ডল, হারাধন পাল রা বলেন ‘ শিশু দের এখন থেকেই পরিবেশ সচেতন করতে এই ধরণের সচেতনতা কর্মসূচি দরকার আছে।অনুভব করলাম আমাদের মতো বড় দেরও দায়িত্ব নিতেহবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct