এহসানুল হক, বসিরহাট, আপনজন: পঞ্চায়েত ভোটে বিরোধীরা ভোট করতে আসলে বাঁশ দিয়ে ঢপাঢপ দেবেন একটা ভোট নয়। এমনই বক্তব্য দিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। এদিন বসিরহাটের সোলাদানা বসিরহাট ১ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, সেই সভায় এসেছিলেন । পাশাপাশি তিনি বলেন ,বাংলার জন্য কেন্দ্র সরকার কোন কিছুই দেননি, বাংলার মানুষকে শুধুই বঞ্চিত করেছে, তিনি প্রশ্ন করেন ১০০ দিনের কাজের টাকা কই, বন্ধ করে রেখেছেন কেন। কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে। পাশাপাশি এদিন তিনি বলেন আমরা পার্লামেন্টে কেন্দ্র সরকারের কাছে কিছু দাবি করলেও কিছুই দেন না। কংগ্রেসকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি, অধীর চৌধুরীকে লক্ষ্য করে বলেন মিষ্টি খাওয়াবো বসিরহাটে আসলে,কিন্তু বসিরহাটের মানুষ ভোট দেবে না কংগ্রেস কে। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন আর কয়েকদিন পরেই বসিরহাটে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা আপনাদের প্রার্থী বাছাইয়ের জন্য ভোট দেবেন। বসিরহাটের মানুষ তৃণমূলকে চেনে, কারণ তৃণমূল কংগ্রেস উন্নয়ন করেছেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন সাংসদ নুসরত জাহান, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি, জেলা সাংগঠনিক সভাপতি সরোজ ব্যানার্জি, জেলা আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমিক রায় অধিকারী, জেলা পরিষদের সদস্য শাহনুর মন্ডল, বসিরহাট ১ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শারিফুল ইসলাম মন্ডল, পূর্ত কর্মদক্ষ্য শফিকুল দফাদার সহ একাধিক বিশিষ্টজনেরা। এদিন বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ বিরোধীদের যোগ্য জবাব দেবে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গ্রাম উন্নয়নে কাজ করেছেন মানুষ উজাড় করে ভোট দেবে । বিভ্রান্ত হবেন না আমরা আছি আপনাদের পাশে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct