নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: যদি সঠিকভাবে তদন্ত হতো তাহলে উনি আজকে কাস্টডিতে থাকতেন। বিজেপি ওকে বাইরে ছেড়ে রেখেছেন। মোহন ভাগবতরা এলে তাদের ফল, মিষ্টি পাঠানো হয়। এইসব কারণেই বিজেপি ওকে বাইরে ছেড়ে রেখে তার প্রতিদান দিচ্ছে। রবিবার বিকেলে হাওড়ার কাশমলী অঞ্চল কংগ্রেস কমিটির তরফ থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচি। তিনি বলেন, দেখবেন ভল্লুকের খেলা হলে ভল্লুকের নাকে দড়ি লাগানো থাকে আর মাদারি তাকে নিয়ে খেলা দেখায়। এখানে বিজেপি হচ্ছে মাদারী। ওকে মার্কেটে ( অভিষেককে ) ছেড়ে রেখেছে। যেমন নাচাবে তেমন নাচবে। টিএমসি আজকে অবলুপ্তির পথে। রেয়ার স্পিসিস দল হয়ে গেছে। দূরবীন দিয়েও যাদের আর খুঁজে পাওয়া যাবে না। পিসি ভাইপো সব জেলে যাবে। নয়তো দ্বীপপুঞ্জে গিয়ে থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct