আপনজন ডেস্ক: রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন যে রাষ্ট্রপতির উচিত নতুন সংসদ ভবন উদ্বোধন করা, প্রধানমন্ত্রীর নয়। ২৮ মে নবনির্মিত সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভার স্পিকার ওম বিড়লা গত বৃহস্পতিবার মোদির সঙ্গে দেখা করেন এবং নতুন ভবন উদ্বোধনের আমন্ত্রণ জানান। টুইটারে রাহুল গান্ধী বলেন, “প্রধানমন্ত্রীর নয়, নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির। ” উল্লেখ্য ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন হিন্দুত্ববাদী মতাদর্শী ভিডি সাভারকারের জন্মবার্ষিকী একই দিনে। বেশ কয়েকটি বিরোধী দল এটি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছে। নতুন সংসদ ভবনটি লোকসভা চেম্বারে ৮৮৮ জন এবং রাজ্যসভার চেম্বারে ৩৩৩ জন সদস্য বসতে পারবে উভয় কক্ষের যৌথ বৈঠকের ক্ষেত্রে, লোকসভা কক্ষে মোট ১২৮০জন সদস্যকে স্থান দেওয়া যেতে পারে। প্রধানমন্ত্রী ২০২০ সালের ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।বর্তমান সংসদ ভবনটি ১৯২৭ সালে তৈরি সম্পন্ন হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct