গরম গরম
সুচিত চক্রবর্তী
গরম গরম ভীষণ গরম
আকাশ, বাতাস বলছে
সবার মনের প্রশ্নগুলি
একই ধারায় চলছে।
বৃষ্টি কবে পা বাড়াবে
করছি হায় হায়
রিমঝিম ঝিম তালে তালে
আয় না বৃষ্টি আয়।
গরম গরম ভীষণ গরম
শরীর জুড়ে ঘাম,
লাইন দিয়ে কিনছে ডাব
হোক না যতই দাম।
মিষ্টি আখের রাসের দাম
হোক না যতই হাই,
আখওয়ালা চেঁচিয়ে বলে
আসুন দাদাভাই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct