মনজুর আলম গাজী, মগরাহাট, আপনজন: মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেছে, মোসাম্মৎ আমাতুল্লাহ তাসনিম। প্রাপ্ত নাম্বার ৮১৬ , বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার যুগদিয়া গ্রামে। বাবা কলকাতা বিশ্ববিদ্যালযের আরবি বিভাগের অধ্যাপক মামসুদ্দিন মল্লিক। তাসনিম সপ্তগ্রাম দারুল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া মানপত্র তুলে দিলেন মগরাহাট ২ নম্বর ব্লক প্রশাসনের তরফে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুদ্দিন মল্লিকের কন্যা ৮১৬ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছেন। উচ্ছ্বাসিত পরিবার, মগরাহাট দু নম্বর ব্লকের বিডিও শেখ আব্দুল্লাহ মহাশয়ের প্রতিনিধি হিসেবে ডেপুটি সেক্রেটারি ওই কৃতি ছাত্রীর বাড়িতে গিয়ে মানপত্র ও শুভেচ্ছা তুলে দিলেন। ভবিষ্যতে তিনি ‘গবেষণা করতে বা অধ্যাপক’ হতে চান। ওই কৃতি ছাত্রী আমাতুল্লাহ তাসনিম বলেন আমার প্রত্যাশা ছিল আরো ভালো রেজাল্ট বা প্রথম হওয়ার, তা না হলেও উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ার চেষ্টায় পড়াশোনা শুরু করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct