আপনজন ডেস্ক: কর্নাটকের নতুন সরকারে একমাত্র সংখ্যালঘু মুখ বিজেড জামির আহমেদ খান। সিদ্দারামাইয়ার ঘনিষ্ঠ সহযোগী এই বিজেড জামির আহমেদ খান। যিনি কর্নাটক সরকারের হজ ও ওয়াকফ বোর্ডের প্রাক্তন মন্ত্রী ছিলেন। প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানে কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এবং ডি কে শিবকুমার উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এই দুই নেতা ছাড়াও আট জন কংগ্রেস বিধায়কও ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, যার মধ্যে পাঁচবারের বিধায়ক বিজেড জামির আহমেদ খানও রয়েছেন। ২০২৩ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনে, বিজেড জামির আহমেদ খান কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পুরাতন ব্যাঙ্গালোর অঞ্চলের চামরাজপেট বিধানসভা কেন্দ্র থেকে জয়যুক্ত হন। তিনি বিজেপি প্রার্থী, প্রাক্তন নগর পুলিশ কমিশনার ভাস্কর রাওকে ৫৩,৯৫৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। কর্নাটকে কংগ্রেসের যখন মুসলিম নেতৃত্বের অভাব ঠিক সেইসময় সেই ফাঁকা জায়গা পূরণ করতে বিশেষ ভূমিকা নেয় এই জামির আহমেদ খান। প্রাক্তন জে ডি এস সংখ্যালঘু নেতা গত ফেব্রুয়ারিতে রাহুলের হাত ধরে ছয় জন জে ডি এস বিধায়ক কে সঙ্গে নিয়ে কংগ্রেসে যোগদান করে। কংগ্রেসের পক্ষ থেকে এদের প্রত্যেককেই গুরুত্ব পূর্ণ পদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কর্নাটকের নব নির্বাচিত কংগ্রেস সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এক মাত্র সংখ্যালঘু মুখ জামির আহমেদ খানও একজন পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct