আপনজন ডেস্ক: শনিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। আরও আট জন নেতা কেবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, অন্যদিকে শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন যে দল তাদের ইশতেহারে যে পাঁচটি মূল প্রতিশ্রুতি দিয়েছিল তা আইনে পরিণত হবে। কর্নাটকের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের ঠিক এক সপ্তাহ পরে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্য কংগ্রেস মুখ্যমন্ত্রী এবং “সমমনা দলগুলির” নেতারা উপস্থিত ছিলেন। বিরোধী ঐক্যের আরও একটি মঞ্চ তৈরি হয় এই শপথ অনুষ্ঠান। রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট কর্তৃক মন্ত্রী হিসাবে শপথ নেওয়া অন্যান্য নেতারা হলেন জি পরমেশ্বর, কে এইচ মুনিয়াপ্পা, কে জে জর্জ, এম বি পাতিল, সতীশ জারকিহোলি, প্রিয়াঙ্ক খাড়গে, রামলিঙ্গা রেড্ডি এবং বিজেড জমির আহমেদ খান। প্রাথমিক ভাবে আটজন মন্ত্রী বিভিন্ন পটভূমি থেকে নির্বাচিত হয়েছিলেন, সংখ্যালঘু সম্প্রদায় এবং তফসিলি জাতি ও উপজাতির মতো প্রান্তিক গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে। কর্নাটকে মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে শিবকুমারের পরিবর্তে সিদ্দারামিয়াকে মুখ্যমন্ত্রী পদে বেছে নিয়েছিলেন কংগ্রেস বিধায়করা। বিধানসভা নির্বাচনে কংগ্রেস ২২৪ সদস্যের বিধানসভায় ১৩৫ টি আসন জিতে বিজেপিকে পরাজিত করে জয় লাভ করে। এবং বেশির ভাগ বিধায়ক সিদ্দারামাইয়া কেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে। শনিবারের এই শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন আপনারা কংগ্রেসকে সম্পূর্ণ সমর্থন করেছেন। কংগ্রেসের জয়ের পর, এই নির্বাচনে কীভাবে আমরা জিতেছি তা নিয়ে অনেক কিছু লেখা হয়েছিল, বিভিন্ন বিশ্লেষণ করা হয়েছিল তবে আমি বলতে চাই যে কংগ্রেস জিতেছে কারণ আমরা দরিদ্র, দলিত, আদিবাসীদের পাশে দাঁড়িয়েছি।
“আমাদের পক্ষে সত্য, এবং দরিদ্র মানুষ ছিল। বিজেপির কাছে অর্থ, ক্ষমতা এবং সবকিছুই ছিল কিন্তু কর্নাটকের জনগনের কাছে এ সবই পরাজিত হয়েছে। কর্নাটকের জনগণ বিজেপির দুর্নীতিকেও পরাজিত করেছে। তারা তাদের বিদ্বেষকেও পরাজিত করেছে। ভারত জোড়া যাত্রার সময় আমরা যেভাবে বলেছিলাম, আমরা ঘৃণা মুছে দিয়েছিলাম এবং ভালবাসা নিয়ে এসেছি। ঘৃণার বাজারে আমরা ভালোবাসার দোকান খুলেছি। রাহুল আরো বলেন কংগ্রেস সরকার তাদের ইশতেহারের পাঁচটি প্রতিশ্রুতিকেই আইনে পরিণত করবে। কংগ্রেস তার দেওয়া কথা রেখেছে প্রথমেই মহিলাদের গৃহ লক্ষ্মী প্রকল্প, যা প্রতিটি বাড়ির প্রধান মহিলাকে প্রতি মাসে ২,০০০ টাকা প্রদান করবে। দ্বিতীয়ত যুব নিধি প্রকল্পে বেকার গ্র্যাজুয়েটদের প্রতি মাসে ৩,০০০ টাকা এবং বেকার ডিপ্লোমাধারীদের দুই বছরের জন্য প্রতি মাসে ১,৫০০ টাকা দেওয়া হবে। তৃতীয়ত দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে প্রতি মাসে জনপ্রতি ১০ কেজি করে চাল দেওয়া হবে। চতুর্থ প্রতিশ্রুতি ছিল গৃহ জ্যোতি প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের প্রতিটি পরিবারকে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবং সাখি প্রোগ্রাম যেখানে কর্নাটকের মহিলারা বিনামূল্যে বাসে ভ্রমণ করতে পারবে। শুধু রাহুল গান্ধিই নয় কর্নাটকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, তিনি যখনই জাপানে যান, নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। জি-৭ সম্মেলনে যোগ দিতে শুক্রবার জাপানের উদ্দেশে রওনা দেন মোদী, অন্যদিকে আরবিআই ঘোষণা করেছে যে ২০০০ টাকার নোট অবিলম্বে প্রচলন থেকে প্রত্যাহার করা হবে এবং সেগুলি ব্যাঙ্কে জমা দিতে হবে বা ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বরের আগে বিনিময় করতে হবে। কর্নাটকের মুখ্যমন্ত্রীর এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড় ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ভূপেশ ভাগেল ও সুখবিন্দর সুখু। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও উপস্থিত ছিলেন। কংগ্রেস এই তিনটি সরকারেরই জোটসঙ্গী। কংগ্রেসের প্রধান শরিক এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং এনসিপি নেতা ফারুক আবদুল্লাও উপস্থিত ছিলেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহবুবা মুফতি, আরএলডি নেতা জয়ন্ত সিং, অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসান, সিপিআই (এম) নেতা সীতারাম ইয়েচুরি এবং সিপিআই নেতা ডি রাজা। পাঁচ বছর আগে, যখন এইচ ডি কুমারস্বামী কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। কংগ্রেসের সাথে জোট বদ্ধ হয়ে তখন বিরোধী নেতারা একই রকম ভাবে জোটের বার্তা দিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই বারের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর আবার কংগ্রেসের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সমস্ত বিরোধী দলের নেতারা উপস্থিত হয়ে ঐক্যের বার্তা দেয়। এবং পরবর্তী লোকসভা নির্বাচনে এই বিরোধী ঐক্যে জোটের একসাথে পথ চলার সিদ্ধান্ত নেওয়ার প্রবল সম্ভবনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct