সুব্রত রায়, কলকাতা, আপনজন: অভিষেক বন্দ্যোপাধ্যায় টানা ৯ঘন্টা ৪৯ মিনিট নিজাম প্যালেস সিবিআই জেলার মুখোমুখি হয়ে শনিবার রাতে বের হন। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রথম দিন থেকে আমাকে সিবিআই টার্গেট করেছে। যারা এই দীর্ঘক্ষণ ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করলেন তাদের সময় নষ্ট হল। একই সঙ্গে আমার সময় নষ্ট হয়েছে। আজকে জিজ্ঞাসা বাদে নির্যাস হল শূন্য। শুক্রবার বেলা আড়াইটার সময় আমি যখন বাঁকুড়াতে ছিলাম সেই সময় আমাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে নোটিশ দিয়েছে। চব্বিশ ঘন্টা সময়ও দেওয়া হয়নি। অন্তত ৪৮ ঘণ্টা সময় দিতে পারতো। কিন্তু তাও দেয়নি। আসলে নব জোয়ার যেভাবে পাবলিক ডোমেনে প্রচার পাচ্ছে, তা দেখে বিজেপি সহ্য করতে পারছে না। তার জন্যই রাজনৈতিক নিশানা করা হচ্ছে। আমাকে ইডি ও সি বি আই দিয়ে আমাকে ধমকানো চমকানোর চেষ্টা করছে। আমাদের সময় নষ্ট হল তদন্তকারীদের সময়ও নষ্ট হয়েছে। আমাকে কিছু নাম নিয়ে জিজ্ঞেস করেছে। এদেরকে আপনি চেনেন? আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। ১৫ বছর ধরে নোবেল চুরি যে করেছে তাকে ধরতে পারে না সিবিআই। নারোদার মূল অভিযুক্ত এখন বিজেপিতে। কারোর গাড়ির কনভয় কাউকে মেরে দিয়ে চলে যাচ্ছে তখন কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদের নাম নিয়ে আমি চিনি কিনা জিজ্ঞাসা করছে তাদের বাড়ি পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদে। তাদের মধ্যে হয়তো কেউ কেউ দলের দায়িত্বে ছিল কিন্তু আমার প্রশ্ন হল বিজেপির জন্য এক আইন আমার জন্য অন্য আইন কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রশ্ন তুলে এক বছর ধরে এসএসসি তদন্ত হচ্ছে কিন্তু কি হলো? হুংকার দিয়ে তিনি বলেন, আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকবো না। অভিষেকের প্রশ্ন ১০ বছর ধরে সারদার তদন্ত হচ্ছে কেউ কি টাকা ফেরত পেয়েছেন? অভিষেকের স্পষ্ট অভিযোগ, নব জোয়ার রুখতে সিবিআই দিয়ে নোটিশ পাঠানো হয়েছে। এইভাবে আমাকে ডাকাডাকি বন্ধ করুন। অন্তত ৪৮ ঘন্টা সময় দেওয়া উচিত ছিল বলে তিনি সিবিআই- এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। অভিষেকের দিন প্রশ্ন করেন, আমাকে ডাকা হয়েছে কেন, কুন্তল ঘোষ চিঠি লিখেছে বলে? কিন্তু সুদীপ্ত সেন যাদের নাম নিয়ে চিঠি লিখে তাদের কেন ডাকা হয় না? অভিষেকের দাবি ,সবকটা চোর এখন বিজেপির সদস্য। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের প্রসঙ্গ টেনে অভিষেকের প্রশ্ন ,বাবার সম্পত্তির সঙ্গে মেয়ের যোগাযোগ থাকলে যদি সে জেলে যায় তাহলে, জয় শাহ’ র এত সম্পত্তি সেক্ষেত্রে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন আমি মাথা নত করার লোক নই। আমি লড়াই করার লোক। আমি মাঠে নেমে রাজনীতি করার লোক। আমি লড়াই চালিয়ে যাব। শহীদ মিনারের যুব সমাবেশে আমি কারোর নাম নিয়ে কোন বক্তব্য পেশ করিনি সেখানে তো সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছিল তারাই বলুন না। মানিক ঘোষাল কুন্তল ঘোষ থেকে শুরু করে অনেকেই এখনো গ্রেপ্তার হয়ে রয়েছে। তাদের নাম তো আমি একবারও নিয়ে নিই বলে এদিন প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct