আপনজন ডেস্ক: মধ্যপ্রদেশ রাজ্যের পি এস সি সেট পরীক্ষা থেকে বাদ দিয়ে দেওয়া হল আরবি ও ফারসি ভাষাকে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে যথেষ্ট বিতর্কের সৃষ্টি করে বিশেষত বিভিন্ন সাহিত্যিক মহল এই আরবি ও ফারসি ভাষা সেট পরীক্ষা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে। এবং এই বিষয়ে জরুরি বৈঠক ও ডাকে তারা। মধ্যপ্রদেশের কালাম কর পরিষদের কার্যালয়ে বুদ্ধিজীবীদের এক সভার আয়োজন করা হয়। সেই সভায় রাজ্যের পি এস সি সেট পরীক্ষায় আরবি ও ফারসি ভাষা ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়। এই পরিষদের সভাপতি আব্বাস হামিদ বলেন, মধ্যপ্রদেশে যেভাবে উর্দুকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে ঠিক সেভাবে এবার আরবি, ফারসি ভাষাকেও শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে এখনও আরবি ও ফারসি ভাষা শিক্ষা বিষয় চালু আছে তাহলে এই রকম সিদ্ধান্ত কিভাবে নেওয়া হল। এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায় একবার দুটি নির্দিষ্ট বিষয় কে বাদ দেওয়ার আগে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলির সাথে আলোচনা করা উচিত ছিল। তিনি আরো বলেন বর্তমানে রাজ্যের বহু শিক্ষার্থী আরবি ও ফারসি নিয়ে পড়াশোনা করছে পরবর্তীতে তারা কিভাবে গবেষণা করবে যদি তারা প্রতিযোগিতা মূলক পরীক্ষা দেওয়ার সুযোগ না পায়। এবং প্রয়োজনে এই সকল পরীক্ষার্থীদের একটা তালিকা আমরা সরকার কে দিতে পারি যারা প্রতিযোগিতা মূলক পরীক্ষা দিতে চায়। আমরা চাই সরকার তাদের আরবি ফারসি বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করুক। এই বিষয়ে ভোপালের লেখক অধ্যাপক নৌমান খান বলেন এটি আমাদের প্রাচ্য ভাষা এবং আমাদের নতুন শিক্ষানীতিতে মাতৃ ভাষাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে সেখানে এমতবস্থায় কোনো ভাষা কে বাদ দেওয়া যাবে না। প্রতি বছর আরবি ও ফারসি ভাষার জন্য রাষ্ট্রপতি পুরস্কারও দেওয়া হয়। আমাদের সংবিধান ও মাতৃ ভাষা কে গুরুত্ব দেয়। এই ভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে তাদের সামনে পথ বন্ধ করে দেওয়া হচ্ছে এতে ওদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct