মেশাররফ হোসেন, জঙ্গিপুর, আপনজন: পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের আলিম ,ফাজিল ও হাই মাদ্রাসার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এবছর মেয়েদের মধ্যে হাই মাদ্রাসা ফাইনাল পরীক্ষায় প্রথম হয়েছে সাদিয়া খাতুন। ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে রাজ্য পঞ্চম স্থান অধিকার করেছে সাদিয়া। সাদিয়া মুর্শিদাবাদের আই.সি.আর হাই মাদ্রাসার ছাত্রী। বরাবরই সে ক্লাসে প্রথম স্থান অধিকার করে থাকতো। মিতভাষী ও মিশুকে স্বভাবের সাদিয়া ছিল কঠোর পরিশ্রমী। মুর্শিদাবাদের ইচ্ছাখালি কুলগাছির বাসিন্দা মাওলানা মোঃ অলিউল্লাহ সাহেবের ছয় ছেলে মেয়ের মধ্যে অন্যতম সাদিয়া। সাদিয়ার আব্বা বাড়ির পাশের মসজিদের একজন ইমাম সাহেব। সাদিয়ার ফলাফলে উচ্ছ্বসিত মৌলানা সাহেব ও তাঁর পরিবার, গ্রামবাসী সহ মাদ্রাসা সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। হাই মাদ্রাসা ফাইনাল পরীক্ষায় ৮০০ মধ্যে সাদিয়ার প্রাপ্ত নম্বর ৭৭০, সাদিয়ার বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর-- বাংলা ৯৫, ইংরেজি ৯২, অংক ৯৯, জীবন বিজ্ঞান ৯৫, পদার্থবিজ্ঞান ৯৭, ইতিহাস ৯৮, ভূগোল ৯৫, ইসলাম পরিচয় ৯৯ ,আরবি ৭৪ ; বাবা-মায়ের গর্বের কন্যা সাদিয়া ভবিষ্যতে ডাক্তার হতে চাই ! সাদিয়ার আব্বা সংবাদ মাধ্যমকে জানান মহান আল্লাহর কাছে শুকরিয়া এরকম একটি কন্যা রত্ন আল্লাহ আমাকে দিয়েছেন। সাদিয়ার সাফল্যে আমি গর্বিত, ভবিষ্যতে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যা যা করনীয় আমি করে যাব। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের নর্থ মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে সাদিয়াকে শুভেচ্ছা জ্ঞাপন করে,সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। সাদিয়ার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে আই.সি.আর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মাননীয় আব্দুর রউফ সিদ্দিকী বলেন-- সাদিয়া খাতুনের সাফল্যে আমরা গর্বিত। সাদিয়াকে অভিনন্দন। আই.সি.আর হাই মাদ্রাসার মুকুটে আরও একটি সোনালী পালক যুক্ত হল। সাদিয়ার সাফল্যে আমার সকল সহকর্মীকেও ধন্যবাদ জানাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct