এম মেহেদী সানি ও ইস্রাফিল বৈদ্য, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড পরিচালিত ২০২৩ সালের হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হল শনিবার। সল্টলেক পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিসে সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করেন বোর্ডের সভাপতি আবু তাহের কামরুদ্দিন। জানা গিয়েছে হাইমাদ্রাসায় পাশ করেছে ৯০.৬৯ শতাংশ, প্রথম দশে রয়েছে ১১ জন শিক্ষার্থী , আলিমে পাশ করেছে ৯০.৬৯ শতাংশ, প্রথম দশে রয়েছে ১২ জন শিক্ষার্থী , ফাজিলে পাশ করেছে ৯১.১৫ শতাংশ, প্রথম দশে রয়েছে ১৪ জন শিক্ষার্থী। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে টুইট করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর মাধ্যমিক সমতুল্য হাই মাদ্রাসায় প্রথম হয়েছেন মুর্শিদাবাদ জেলার ভাবতা আজিজিয়া মাদ্রাসার আসিফ ইকবাল, তার প্রাপ্ত নম্বর ৭৮০। দ্বিতীয় মুর্শিদাবাদ জেলার কোযনগর হাই মাদ্রাসার নাসির উদ্দিন মোল্লা, তার প্রাপ্ত নম্বর ৭৭৫। তৃতীয় হয়েছেন মালদার মোহাম্মদ মুক্তদূর রহমান, তাঁর প্রাপ্ত নম্বর ৭৭৪। আলিম পরীক্ষায় প্রথম হয়েছেন উত্তর ২৪ পরগনার মেরুইবেরিয়া আইনুমুল সিনিয়র মাদ্রাসার মুহাম্মদ সুজাউদ্দিন লস্কর, তাঁর প্রাপ্ত নম্বর ৮৪৫। যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন উত্তর ২৪ পরগনার কারীমূল ইসলাম মন্ডল ও মুর্শিদাবাদের আব্দুল হালিম, তাদের প্রাপ্ত নম্বর ৮৪২। তৃতীয় হয়েছেন মুর্শিদাবাদের সুলতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসার আব্দুর রহমান, তাঁর প্রাপ্ত নম্বর ৮৩৯। উচ্চ মাধ্যমিক সমতুল্য ফাজিল পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছেন ফুরফুরা ফাতেহিয়া সিনিয়ার মাদ্রাসার ফাহিম আক্তার, তার প্রাপ্ত নম্বর ৫৬৫। ফাজিলে দ্বিতীয় হয়েছেন পূর্ব বর্ধমান এর কদমপুর হাই মাদ্রাসার মোজাম্মেল মল্লিক, তাঁর প্রাপ্ত নম্বর ৩৫১। তৃতীয় হয়েছেন উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের ইয়াজ আহমেদ মন্ডল, তাঁর প্রাপ্ত নম্বর ৫৪৯। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী মাধ্যমিক সমতুল্য হাই মাদ্রাসায় পরীক্ষা দিয়েছিল ৩৫২০৬ জন, পাশ করেছে ৩১০১৪ জন। এ বছর হাই মাদ্রাসায় অমুসলিম পরীক্ষার্থীর সংখ্যা ৯৩৪ জন যাদের মধ্যে সফল হয়েছে ৭৪৯ জন। যাদের মধ্যে এসসি সম্প্রদায়ের পরীক্ষার্থীর সংখ্যা ৩৭৭ জন এবং এসটি সম্প্রদায়ের পরীক্ষার্থীর সংখ্যা ১৫৫ জন। পাশাপাশি আলিম পরীক্ষা দিয়েছিল ৮৮০৩ জন পাশ করেছে ৭৯৮৪ জন। ফাজিল পরীক্ষা দিয়েছিল ৫৬৩৩ জন পাশ করেছে ৫১৩৫ জন। সল্টলেক মৌলানা আবুল কালাম আজাদ ভবনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি আবু তাহের কামরুদ্দীন, বোর্ডের সদস্য একেএম ফারহাদ, সচিব সেখ আব্দুল মান্নাফ আলি, উপসচিব ডঃ আজিজার রহমান, সাবানা সামিম সহ অন্যান্যরা। মাদ্রাসার পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct