আপনজন ডেস্ক: মাধ্যমিকের পর হাই মাদ্রাসা পরীক্ষাতেও ফের চমক সৃষ্টি করলো মামূন ন্যাশনাল স্কুলের ছাত্র আফলাউদ্দিন লস্কর। তার মোট প্রাপ্ত নাম্বার ৭৫৫ (৯৪.৩৭ %) এবং বিষয়ভিত্তিক তার বিষয়ভিত্তিক নম্বরগুলি হল বাংলায় ৯৩, ইংরাজি ৯৩, গণিত ৮৮ ,ভৌত বিজ্ঞান ৯৮, জীবন বিজ্ঞান ৯৭, ইতিহাস ৯৬, ভূগোল ৯৬ ও ইসলাম পরিচয় ৯৪ । হুগলী জেলার সিঙ্গুর থানার অন্তর্গত মোল্লা সিমলা গ্ৰামে তার বাড়ি। পিতা মসজিদের ইমাম। জি.ডি. স্কলারশিপ নিয়ে সে এই বিদ্যালয়ে নবম শ্রেণি থেকেই পড়াশোনা করেছে। এছাড়া মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম এর তত্ত্বাবধানে ব্রীজ কোর্স সমাপ্ত করে এবং মামূন ন্যাশনাল স্কুলে ভর্তি হয়। এই বিদ্যালয়ের দ্বিতীয় সর্বোচ্চ প্রাপক সেখ ইসলাউদ্দিন তার প্রাপ্ত নাম্বার ৭৫২( ৯৪%) এবং তৃতীয় স্থান অধিকার করেছে সামিম আক্তার তার প্রাপ্ত নাম্বার ৭১৮ (৮৯.৭৫% )।মাধ্যমিকে মামূন ন্যাশনাল স্কুলের ছাত্রীর রাজ্যে ১৬ তম স্থান অধিকার এবং অসাধারণ সাফল্যের পরেই হাই মাদ্রাসা ফাইনাল পরীক্ষায় এই সাফল্যে বিদ্যালয়ের সকলই খুব আনন্দিত।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইতিহাসবিদ গোলাম আহমাদ মোর্তজা সাহেব এই পৃথিবীতে থাকলে আজ খুব তৃপ্তি অনুভব করতেন ।বিদ্যালয়ের চেয়ারম্যান জনাব মোস্তাক হোসেন সাহেব সকল শিক্ষিকা, শিক্ষক, সদস্য এবং বিদ্যালয়ের অশিক্ষক স্টাফদের অভিনন্দন জানিয়েছেন। তিনি সেক্রেটারি কাজী মুহাম্মাদ ইয়াসীনকে এই বার্তা পৌঁছনোর জন্য বলেছেন। বর্তমানে তিনি ভারতের বাইরে সফরে আছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা ও স্টাফদের কৃতজ্ঞতা জানিয়েছেন সম্পাদক কাজী ইয়াসীন। একই সঙ্গে একাডেমিক বিষয়ে দিক নির্দেশনা তথা সর্বপ্রকার উৎসাহ ও সহযোগিতায় তিনি প্রাক্তন আই এ এস সেখ নুরুল হক সাহেব সহ জি ডি মনিটরিং কমিটির সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct