বাবলু প্রামানিক, দক্ষিন২৪পরগনা, আপনজন: বিগত ২০ বছর ধরে যে সমস্ত অস্থায়ী কর্মীরা দক্ষিণ ২৪পারগনার বিভিন্ন সরকারি অফিসে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করছিলেন, ২০২১শে নতুন রাজ্যসরকারি কর্মচারী ফেডারেশান গঠন হওয়ার পরপরই এই অস্থায়ী ৯২ জন অস্থায়ী কর্মীরা যোগাযোগ করেন সরকারি কর্মচারী ফেডারেশনের সঙ্গে, কর্মচারী ফেডারেশানের তাৎপরতায় ও বাবুন বন্দোপাধ্যায়ের ঐকান্তিক সহযোগিতায় এবং ফেডারেশানের সম্পাদক মানিক গাঙ্গুলী এবং সভাপতি সমিত মন্ডলের উদ্যোগে এই ৯২ জন অস্থায়ী কর্মীকে স্থায়ী করন করা সম্ভব হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশানের মুখ্য উপদেষ্টা বাবুন বন্দোপাধ্যায়, এ ডি এম (সাধারণ), এস ডি ও সদর প্রসেনজিৎ ঘোষ, জেলা নেজরাত ডেপুটি কালেক্টর প্রীতম সাহা, জেলা কর্মচারী ফেডারেশানের সভাপতি সমিত মন্ডল, সম্পাদক মানিক গাঙ্গুলী, কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী সহ একাধিক আধিকারিক ও ফেডারেশানের নেতারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct