এম মেহেদী সানি, আপনজন: আজ শুক্রবার মাধ্যমিক ২০২৩ এর ফল প্রকাশিত হয়েছে। মধ্য শিক্ষা পর্ষদ সাংবাদিক সম্মেলনে প্রথম দশ জনের মেধা তালিকা প্রকাশ পেয়েছে। তাতে স্থান পেয়েছে ১১৮ জন। প্রথম দশে ১১৮ জনের মধ্যে ১৬জন মসলিম। তাদের মধ্যে পাঁচ জন ছাত্রী। তবে মুসলিম ছাত্রদের সবচেয়ে বেশি সাফল্য এসেছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে। মুসলিম ছাত্রদের মধ্যে সবার শীর্ষে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদার ছাত্র দ্বিতীয় স্থানাধিকারী রিফাত হাসান সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯১। আর ছাত্রীদের মধ্যে শীর্ষে কাটোয়া দুর্গা দাসী চৌধুরানী গার্লস স্কুলের ছাত্রী সামরিন আখতার। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। মাধ্যমিকে প্রথম দশে স্থানাধিকারীরা হল, দ্বিতীয় রিফাত হাসান সরকার (৬৯১), রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা, তৃতীয় সারওয়ার ইমতিয়াজ (৬৯০), রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা, মাহির হাসান (৬৯০), রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা, পঞ্চম সেখ সায়িদ ওয়াসিফ (৬৮৮), বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, ষষ্ঠ রায়হান আবেদিন (৬৮৭), রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা, সপ্তম সামরিন আখতার (৬৮৬), কাটোয়া দুর্গা দাসী চৌধুরানী গার্লস স্কুল, গোলাম মাসুদ বিশ্বাস (৬৮৬), মোজামপুর এইচ এস বি বি হাই স্কুল (মালদা), সেখ আয়ান রশিদ (৬৮৬), রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা, ফাহিম আনিস (৬৮৬), রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা, অষ্টম সেখ আফিফ জাহিন (৬৮৫), বর্ধমান সিএমএস হাই স্কুল, ফারহিন আকতার (৬৮৫), সুজাপুর হাই স্কুল, আফিয়া আজিলা (৬৮৫), সুজাপুর হাই স্কুল, নবম সবনম পারভিন (৬৮৪), সুলতানপুর তুলসীদান বিদ্যামন্দির (পূর্ব বর্ধমান), দশম রাফিদ রানা লস্কর (৬৮৩), নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, সুমায়া সুলতানা (৬৮৩), সুজাপুর হাই স্কুল, মাহাফুজ আলম (৬৮৩), নাজিরপুর হাই স্কুল, কালিয়াচক। উল্লেখ্য, মাহাফুজ আলম আল আমিন মিশনের আবাসিক ছাত্র। আল আমিন মিশন থেকেই পড়াশুনা করে মেধা তালিকায় স্থান করে নিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct