নকিব উদ্দিন গাজী, মগরাহাট, আপনজন: প্রাক্তন পঞ্চায়েত প্রধানের অফিসের মধ্যে মজুদ শয়ে শয়ে ডিজিটাল রেশনকার্ড, স্বাস্থ্য সাথী কার্ড ও জবকার্ড। যার ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, মগরাহাট পশ্চিম বিধানসভার নেতরা গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান পঞ্চায়েতের কর্মীদেরকে নিয়ে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের অফিস খুলতেই সেখানে দেখা যায় মজুদ রয়েছে জবকার্ড, তারপলিন, স্বাস্থ্য সাথী কার্ড, ডিজিটাল রেশন কার্ড। এরপরেই সমস্ত বিষয়টি ব্লগ প্রশাসনকে জানায় বর্তমান পঞ্চায়েত প্রধান। ঘটনার তদন্ত করতে বুধবার ডায়মন্ডহারবার ১ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে নেতড়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের অফিস খুলে তল্লাশি চালানো হয়। অবশ্য তল্লাশি চালিয়ে ভিডিওতে দেখতে পাওয়া জব কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড পাওয়া না গেলেও উদ্ধার করা হয় তারপলিন ও বেশ কিছু দলীয় পতাকা। অবশ্য পুরো ঘটনায় মুখে কুলুপ এঁটেছে বর্তমান ও প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ব্লক প্রশাসন। অন্যদিকে ঘটনায় পঞ্চায়েতের সদস্যরা দাবি করেন, মঙ্গলবার রাতে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের অফিস খুলে জব কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড ও ডিজিটাল রেশন কার্ড দেখা গিয়েছিলো। আর এই ঘটনায় সড়ক হয়েছেন বিরোধীরা বিরোধীদের দাবি জব কার্ড রেশন কার্ড ভাইরাল ছবিতে দেখা গেল এখন তা পাওয়া গেল না কেন এটা নিশ্চয়ই কোন অভিসন্ধি আছে। সঠিক তদন্ত করা হোক। রাতারাতি কোথায় উধাও হয়ে গেলো জিনিসপত্র? তাহলে ভাইরাল ভিডিওতে যে নথিপত্র দেখা গিয়েছিল তা কতটা সত্যি সে বিষয়ে তদন্ত শুরু প্রশাসনের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct