আব্দুস সামাদ মন্ডল, হাওড়া, আপনজন: হাওড়া-পুরী “বন্দে ভারত” এক্সপ্রেসের সফরের সূচনা হলো আজ। সবুজ পতাকা দেখিয়ে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও কন্ফারেন্সিং-এর মাধ্যমে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করা হয় হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা জোশি সহ রেলের অন্যান্য উচ্চপদস্থ কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জী। আজ বন্দে ভারত এক্সপ্রেস ১টা ১৯ মিনিট নাগাদ পুরি স্টেশন থেকে রওনা হয়েছে হাওড়া স্টেশনের উদ্দ্যেশ্যে। আজ রাত ১০টা ২০ নাগাদ হাওড়া স্টেশনে আসার কথা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct