আপনজন ডেস্ক: ফোন হারিয়ে বা চুরি হয়ে গিয়েছে? ঘরে বসেই হারিয়ে যাওয়া ফোন ব্লক করতে পারবেন। ট্র্যাকও করতে পারবেন। পুরো বিষয়টির সরলীকরণের জন্য মঙ্গলবার টেলিকম বিভাগ সঞ্চার সাথী নামের নয়া পোর্টাল চালু করেছে। এই পোর্টালের মাধ্যমেই, ভারতের যে কোনও স্থানে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন ব্লক এবং ট্র্যাক করতে পারবেন। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, সঞ্চার সাথী পোর্টালের মাধ্যমে আপনি ডিভাইস ব্লক, ট্র্যাক এবং যাচাই করতে পারবেন। অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘সঞ্চার সাথী পোর্টালের প্রথম স্টেপটি হল CEIR(সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার)। মোবাইল ফোন হারিয়ে গেলে, সঙ্গে সঙ্গে কোনও ডিভাইস থেকে এই পোর্টালে যেতে পারেন। এরপর কিছু পরিচয় যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তারপর পোর্টাল মারফত আপনার টেলিকম পরিষেবা প্রদানকারীর সঙ্গে আপনি যুক্ত হয়ে যাবেন। আপনার ফোন ব্লক করে দেওয়া হবে। ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct