আপনজন ডেস্ক: নির্ভারযোগ্য যোগাযোগের মাধ্যম হিসেবে দিন দিন বাড়ছে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা। এর সঙ্গে এই মাধ্যমটির ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে। তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপে নতুন ধরণের প্রতারণার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোনো অচেনা ও বিদেশি নম্বর থেকে হঠাৎ মিসড কল আসছে ফোনে। বেশিরভাগ ক্ষেত্রেই মধ্যরাত বা ভোররাতে এই কলগুলো আসে। নম্বরগুলো সাধারণ, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের। রাতে এভাবে হঠাৎ ফোন দেখে অনেকে কল ব্যাক করছেন। আর তাতেই প্রতারণার ফাঁদে পড়ছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এমন পরিস্থিতি আপনার কী করা উচিত?এ বিষয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। তাতে ডেভেলপাররা জানান, এমন স্প্যাম কলের ক্ষেত্রে সবার আগে তা রিপোর্ট করতে হবে ব্যবহারকারীদের। আর তারপর সেই নম্বর ব্লক করে দিতে হবে। হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক এলেও ক্লিক না করার কথা বলেছেন বিশেষজ্ঞরা। অনেক ক্ষেত্রে KYC আপডেট, লটারিতে টাকা/উপহার জেতা ইত্যাদি নানা ফরম্যাটে মেসেজ আসছে ব্যবহারকারীদের কাছে। সেখানে লিঙ্ক দিয়ে তাতে ক্লিক করতে বলা হচ্ছে। এমন কোনো মেসেজ এলে তাতে ক্লিক করলেই বিপদ। যদি আপনার পরিচিত কেউ সেটি ফরোয়ার্ড করে থাকেন, সেক্ষেত্রে তাকে সাবধান করে দিন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct