নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া, আপনজন: এক নাবালিকা-সহ বহু মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণকে গ্রেপ্তারের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চা পশ্চিমবঙ্গ আজ কলকাতার মৌলালিতে বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সংযুক্ত কিষাণ মোর্চার শরিক সংগঠনের প্রতিনিধি-সহ নারী, ক্রীড়াবিদ, শ্রমিক, নাগরিক, যুব ও ছাত্র সংগঠনের শত শত বিক্ষোভকারী এই সমাবেশে যোগ দেন। সমাবেশের বিক্ষোভকারীরা আজ বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণের গ্রেপ্তারের দাবিতে, গত ২৫ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে লাগাতার ধর্নায় বসা আন্দোলনকারী ভারতীয় কুস্তিগীরদের সমর্থন ও সংহতি জানান। সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষে বক্তারা অভিযুক্ত সাংসদকে সমর্থনকারী বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর তীব্র নিন্দা করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct