আপনজন ডেস্ক: চলতি বছরে মাঠে গড়াবে এশিয়া কাপ ক্রিকেট। এবারের আসরের আয়োজক পাকিস্তান। তবে পাকিস্তানে খেলতে রাজি নয় ভারত। আর তাই হুমকির মুখে পড়েছে পাকিস্তানের এশিয়া কাপ আয়োজন। টুর্নামেন্টটি আয়োজন করতে বাংলাদেশ প্রস্তাব পেয়েছিল বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার (১৮ মে) গণমাধ্যমকে পাপন বলেন, ‘এশিয়া কাপের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত এসিসি থেকে আমাদের জানানো হয়নি, তবে হবে। কোথায় হবে সেটা বলা মুশকিল। আমার জানা মতে, দুইটা অপশন আছে। একটা হলো হাইব্রিড মডেল। আরেকটা হলো একটি দেশেই। হাইব্রিড মডেল হলে সেটা হবে পাকিস্তান ও আরব আমিরাতে। আর সিঙ্গেল দেশ হলে এটা যে কোনো দেশই হতে পারে। তবে খুব সম্ভব, সুযোগ বেশি শ্রীলঙ্কার। বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে। ’ বিসিবি প্রধান আরও বলেন, ‘খেলা হবে ওয়ানডে। টি-টোয়েন্টি হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে আমার মনে হয়, ওই সময়টায় খেলানো সম্ভব হবে না। সেজন্য আমাদেরকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা বলেছি, ওই সময়টায় সম্ভব না। ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct