আপনজন ডেস্ক: এবার জিমেইল পরিষেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা করল গুগল। তবে এতে সবার অ্যাকাউন্ট বন্ধ হবে না। যে অ্যাকাউন্ট গুলি চলছে, সেগুলিতে কোনও পরিবর্তন হবে না। তবে যেসব অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে অচল পড়ে আছে বা ব্যবহারকারী জিমেইলটি ব্যবহার করছেন না, সেসব চিহ্নিত অ্যাকাউন্ট বন্ধ করে দেবে গুগল। বিনামূল্যে ১৫ জিবি ডেটা স্টোর বরাদ্দ থাকে প্রতিটি জিমেইল অ্যাকাউন্টের জন্য। তাই ২ বছর বা তারও বেশি সময় ধরে কোনো অ্যাকাউন্ট পরিত্যক্ত থাকলে তা গুগল নজরে আনবে। নির্দিষ্ট অ্যাকাউন্টকে দফায় দফায় সতর্ক করবে কর্তৃপক্ষ। তাতেও যদি সাড়া না মেলে তখনই কোনো অ্যাকাউন্ট বন্ধের চূড়ান্ত বার্তা জানাবে জিমেইল। শুধু জিমেইল নয়, বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টে ডকস, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার, ইউটিউব বা গুগল ফটোস— এমন কোনো ধরনের সুরক্ষিত তথ্যই আর ফেরত পাবেন না ভোক্তারা। গুগল তার অভ্যন্তরীণ গবেষণা ও বিশ্লেষণে দেখেছে, পরিত্যক্ত ও চিহ্নিত অ্যাকাউন্টগুলো দুই স্তরের যাচাইকরণ সেটআপ পদ্ধতি চালু পরেও সক্রিয় হয়নি। ফলে নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোর তথ্যচুরির সম্ভাবনা থেকে যায়। আগের তুলনায় এখন একাধিক ডিভাইসে জিমেইল ব্যবহার করার প্রবণতা বহুগুণ বেড়ে গেছে। তাই নিরাপত্তায় সঠিক ব্যক্তি যাচাইকরণ প্রক্রিয়া আরও সুরক্ষিত করেছে জিমেইল ডেভেলপার গ্রুপ। তবে দুশ্চিন্তার কিছু নেই। হুট করেই কোনো অ্যাকাউন্ট বন্ধ করবে না গুগল। কয়েক দফা নোটিফিকেশনের ধাপ পেরিয়ে তবেই চূড়ান্ত সিদ্ধান্তে বন্ধ হবে সদুত্তর না দেওয়া জিমেইল অ্যাকাউন্ট। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে যেসব জিমেইল ভোক্তা অন্তুত একবারের জন্য নিষ্ক্রিয় অ্যাকাউন্টে প্রবেশ না করবে তাদের চূড়ান্ত বিদায় জানাবে জিমেইল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct