আপনজন ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন।নাইজেরীয় প্রশাসনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে। উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় কৃষকদের সঙ্গে পশুপালকদের এমন সংঘর্ষ লেগেই থাকে। আর সংঘর্ষের কারণ মূলত পানি ও জমি। এই ধরনের সংঘর্ষের ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ওই অঞ্চলে দেশের প্রতিরক্ষাবাহিনী বিশেষ কিছু করে উঠতে পারেনি। লড়াই থামানো যায়নি। নাইজেরিয়ার প্রশাসন জানায়, অসংখ্য বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছে, বহু মানুষ নিখোঁজ। নিহতের সংখ্যাও আরো বাড়তে পারে। আক্রমণকারীরা মূলত তিনটি গ্রামে হামলা চালায়। এখনও পর্যন্ত আক্রমণকারীদের খুঁজে পাওয়া যায়নি। কেউ গ্রেপ্তার হয়নি। কোনো গোষ্ঠী এই আক্রমণের দায়ও স্বীকার করেনি। ইমার্জেন্সি রেসপন্স ইউনিটের কর্মীদের ওই এলাকায় পাঠানো হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, আক্রমণ যখন হয়, তখন সেখানে নিরাপত্তাকর্মীদের দেখা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct