এম মেহেদি সানি, সল্টলেক: মাধ্যমিক পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় আজ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ২০২৩-এর ফল প্রকাশ করল। ৬৮২৩২১ পরীক্ষার্থী এ বছর মাধ্যমিকে বসেছিল। ৪৪ হাজার জন খাতা দেখেছেন। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ফল দেখা যাবে। ছাত্রদের তুলনায় ছাত্রীদের হার ছিল ২২ শতাংশ বেশি।
প্রতিটি মার্কশিটে কিউ আর কোড থাকবে। পাশের হারে সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুর জেলা, তারপর কালিম্পং জেলা। তৃতীয় স্থান কলকাতার। রেগুলার পাশের হার ৮৬.১৫ শতাংশ। ১৬ জেলা থেকে ১১৮ জন প্রথম দশ জনের মধ্যে স্থান করে নিয়েছে।
প্রথম স্থান একজন, দ্বিতীয় স্থানে দুজন, তৃতীয় ৬ জন, চতুর্থ চার জন, পঞ্চম ৯ জন, ষষ্ঠ ১১ জন, সপ্তম ১৯ জন, অষ্টম ১৫ জন, নবম ১৭ জন, বাকিরা দশম স্থানে।
প্রথম হয়েছে দেবদত্তা মাঝি ৬৯৭ নম্বর পেয়ে। কাটোয়া দুর্গা দাসী চৌধুরানী গার্লস স্কুল। দ্বিতীয় শুভম পাল ও রিফাত হাসান সরকার। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল ও সারভার ইমতিয়াজ, মাহির হাসান সহ ছজন। চতুর্থ সমাদৃত সেন, অনীশ বাড়ুই সহ চার জন। পঞ্চম স্থানে শুভজিৎ দে ও অরিজিত মণ্ডল সহ ৯ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct