আপনজন ডেস্ক: চলতি আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের অবস্থা খুবই করুণ। এখন পর্যন্ত ১২ ম্যাচে মাত্র চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের শেষে আছে তারকাবহুল দলটি। দলের ব্যর্থতায় বিরক্ত দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। আগেই কোচিং টিমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন দলের সিইও পার্থ জিন্দাল। এবার সৌরভ গাঙ্গুলিকে দিল্লির কোচ করার দাবি জানালেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। ভারতের সাবেক অধিনায়ক তথা সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এখন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করছেন। অনুশীলন বা ম্যাচের সময় ডাগ আউটে তার সক্রিয় উপস্থিতি দেখা যায়। এ ছাড়া তিনি দলের প্রতিদিনের কর্মসূচির সঙ্গে যুক্ত থাকেন। চলতি আসরে দলের ব্যর্থতার পর পন্টিংয়ের ছাঁটাই হওয়া অনেকটাই নিশ্চিত বলে দাবি করছে দেশটির গণমাধ্যম। তাই দিল্লির পরবর্তী কোচ হিসেবে উঠে আসছে সৌরভের নাম। ইরফান পাঠান বলেছেন, ‘দিল্লির ডাগ আউটে সৌরভের উপস্থিতি একটা বড় ব্যাপার। আমার মতে দাদাকে কোচের দায়িত্ব দেওয়া হলে তিনি এই দল বদলে দিতে পারবেন। দাদা ভারতীয় ক্রিকেটারদের মানসিকতা খুব ভালো বোঝেন। ড্রেসিংরুম সামলাতে জানেন। দিল্লির অবশ্যই উচিত এই সুবিধাগুলো নেওয়া। একটা ম্যাচে টসের সময় ওয়ার্নার বলেছিল, তারা আগামী মৌসুমের জন্য দলকে তৈরি করছে। প্রস্তুতির সঙ্গে কিছু পরিবর্তনও দরকার। কোচের ভূমিকায় সৌরভ গাঙ্গুলি থাকলে একটুও ভুল হবে না। ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct