এহসানুল হক, বসিরহাট, আপনজন: অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শুরু হল সিটি স্ক্যান পরিসেবা। অত্যাধুনিক করে উদ্বোধন করলেন রাজ্যের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ কুণাল সরকার। দারুণ এই পরিষেবাটি উদ্বোধন হয় বসিরহাট মহকুমার অন্তর্গত হাড়োয়া তাহেরিয়া হাসপাতালে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহেরিয়া হাসপাতালের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুস সামাদ, তাহেরিয়া হাসপাতালে সহ-সম্পাদক আব্দুস সালেহ, চিকিৎসক অরিয়ম কর, চিকিৎসক ওলিউল ইসলাম, চিকিৎসক সংযুক্তা চ্যাটার্জি, চিকিৎসক রাকেশ সরকার, চিকিৎসক এ কে কবীর সহ একাধিক বিশিষ্টজনেরা , উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শফিক আহমেদ মাদার, স্থানীয় পঞ্চায়েতের প্রধান আহাদ মণ্ডল প্রমুখ। এদিনের এই অনুষ্ঠানে চিকিৎসক কুণাল সরকার বক্তব্য রাখতে গিয়ে তাহেরিয়া হাসপাতালের ভূয়সী প্রসংসা করেন। তাহেরিয়ার পরিকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশংসাসূচক আবেগঘন বক্তব্য রাখেন। প্রত্যন্ত এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসা পরিসেবা দিয়ে তাহেরিয়া হাসপাতাল যে কাজ করে চলেছে সেটা প্রশংসনীয়। হাসপাতালের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুস সামাদ বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠান আমি লাভের জন্য করিনি। এলাকার দরিদ্র অসহায় মানুষ সহ সকলে যাতে স্বল্প মূল্যে ভালো চিকিৎসা পায় তার জন্যই এই পরিষেবা। বহু বহু এলাকার মানুষ রয়েছেন চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে বেপর্দা হয়ে পড়েন, তাই এখানে তাদের সম্মান রেখেই এই পরিষেবা দিয়ে থাকি। কয়েক বছরের মধ্যে আমরা বিভিন্ন উন্নতি করতে পেরেছি। কিন্তু সিটি স্ক্যান মেশিন ছিল না। এই পরিষেবা আমরা দিতে পারতাম না। এবার এখানেই সিটি স্ক্যানের সুবিধা পাবে সকলে। যাতে এলাকার মানুষ তাদের বারাসাত থেকে অন্যান্য জায়গায় যেতে না হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি আমির হাসান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct