অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ডাক বিভাগের কর্মচারীদের সংগঠন এনএফপিই এবং তার অন্তর্ভুক্ত এআইপিইইউ গ্রুপ-সি এর স্বীকৃতি বাতিলের প্রতিবাদে এবং স্বীকৃতি ফিরিয়ে দেবার দাবিতে মিছিল ও সমাবেশ বালুরঘাটে। এদিন ডাক বিভাগের কর্মচারীরা ‘১২ ই জুলাই’ কমিটির পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে শামিল হন। গোটা রাজ্যের পাশাপাশি এদিন বিকেলে বালুরঘাটে এই প্রতিবাদ মিছিল করেন ডাক বিভাগের কর্মচারীরা। এ বিষয়ে প্রতিবাদে শামিল এক ডাক বিভাগের কর্মচারী জানান, আমাদের রাজ্যব্যাপী ‘১২ই জুলাই’ কমিটি তরফে বিক্ষোভ সমাবেশ ও মিছিল চলছে। এর মূল কারণ ভারতবর্ষের ডাক বিভাগের সবচেয়ে বড় সংগঠন অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন এবং তার অন্তর্ভুক্ত যে সংগঠনগুলো রয়েছে তার স্বীকৃতি কেন্দ্রীয় সরকার বাতিল করেছে। ভারতবর্ষে যত ডাক বিভাগের কর্মচারী রয়েছেন, তার প্রায় ৭০ শতাংশের প্রতিনিধিত্ব করে এই সংগঠন। আমরা মনে করি, এই সংগঠনকে কেন্দ্রীয় সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বীকৃতির বাতিল করেছে। অথচ এই সংগঠনের লড়াইয়ের মধ্যে দিয়ে পোস্টাল কর্মীদের নানার সুযোগ সুবিধা পাচ্ছেন বা যে সমস্ত অধিকারগুলো এখনো কর্মীরা পাননি, তার জন্য এই সংগঠন লড়াই করছে। এই প্রতিবাদ আমাদের সারা ভারতবর্ষ জুড়ে চলছে। পশ্চিমবঙ্গে আমরা ‘১২ই জুলাই’ কমিটির তরফে এই প্রতিবাদে সামিল হয়েছি। আমাদের দাবি এই সংগঠনের স্বীকৃতি কেন্দ্র সরকারকে ফিরিয়ে দিতে হবে। যতক্ষণ ফিরিয়ে দেয়া না হবে, ততক্ষণ এই প্রতিবাদ কর্মসূচি আমাদের চলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct