আপনজন ডেস্ক: ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৭ চক্রে আইসিসির লভ্যাংশের ভারত একাই পাবে ৩৮.৫ শতাংশ। পূর্ণ সদস্য ১২ দেশ পাবে মোট ৮৮.৮১ শতাংশ, বাকি অর্থ যাবে ৯৬টি সহযোগী দেশের মধ্যে। পাকিস্তানের পাবে ৫.৭৫ শতাংশ ও বাংলাদেশে আসবে ৪.৪৬ শতাংশ। বাকিদের তুলনায় ভারতের ভাগের পরিমাণ আকাশ ছোয়া হওয়ায় সমালোচনার মুখে পড়ে আইসিসি। এবার একই বিষয়ে ক্ষোভ ঝাড়লেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আইসিসিকে আমাদের বলতে হবে, কীভাবে এ অঙ্কটা ঠিক করা হলো। এখনকার যে অবস্থা, তাতে আমরা খুশি নই। ’যদিও ক্রিকইনফোর প্রতিবেদনে ফাঁস হওয়া এই মডেল এখনও চূড়ান্ত হয়নি। আগামী মাসে বোর্ড সভায় পাস হতে পারে এটি। এ বিষয়ে নাজাম বলেন, ‘জুনে আইসিসির বোর্ড যখন এই আর্থিক মডেল অনুমোদনের প্রত্যাশা করছে, আমাদের বিস্তারিত না জানালে আমরা অনুমোদন দেব না। ’শেঠির দাবি অনুযায়ী, শুধু পাকিস্তা নয় আরও দুইটি টেস্ট খেলুড়ে দেশও আইসিসির এই মডেল নিয়ে অসন্তষ্ট। তবে সবদিক বিবেচনা করে ভারতের বেশি পাওয়া উচিত স্বীকার করলেও সেটার পরিমাণ নিয়েই আপত্তি শেঠির।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct