আপনজন ডেস্ক: প্রায় শত শত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে আছে ব্রিটেনের পার্লামেন্ট ভবন। এই ভবনটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতিও দেওয়া হয়েছিল। এবার ফাঁটল দেখা দিয়েছে ব্রিটেনের পার্লামেন্ট ভবনে। এতে ভবনটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ভবনটি রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির প্রশাসন। উল্লেখ্য, ব্রিটেনের পার্লামেন্ট ভবন একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। শতাব্দীপ্রাচীন এই ভবন বহু ইতিহাসের সাক্ষী।এই ভবনের সঙ্গে জড়িয়ে আছে ব্রিটেনের বহু প্রািচীন ইতিহাস। কিন্তু সেই ভবনই আর কতদিন রক্ষা করা যাবে, তা নিয়ে এমনপি-দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। হাউস অব কমন্সে পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে রিপোর্ট দিয়েছে, তাতে বলা হয়েছে, ভবনের বিভিন্ন জায়গা থেকে জল চুঁইয়ে পড়ছে। বিভিন্ন জায়গায় ফাটল দেখা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct