মোল্লা মুয়াজ ইসলাম, মেমারি, আপনজন: সমাজে এমন ডাক্তার হোক যে পয়সার জন্য রোগী ফেরাবে না, সমাজে এমন ইঞ্জিনিয়ার হোক যে ঘুষ নিয়ে সমাজে ক্ষতি করবে না। সমাজে এমন শিক্ষক হোক যে ফাঁকি দেবে না। নৈতিক চরিত্রের মানুষ গড়তে সুস্থ সমাজ ও দেশপ্রেমিক সমাজ গড়তে ব্যাঙ্গালোরের বিখ্যাত সমাজসেবী প্রতিষ্ঠান মিল্লাত ফাউন্ডেশন রিসার্চ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট উচ্চমানের শিক্ষা সেমিনার করল পূর্ব বর্ধমানের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মামুন ন্যাশনাল স্কুলে। আমাদের সমাজের ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সমস্ত পেশার মানুষ আছেন। কিন্তু বহু ক্ষেত্রে মানুষ তাদের কাছ থেকে পরিষেবা পাওয়ার থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন। সুস্থ সমাজ গড়তে তাই শিক্ষা প্রতিষ্ঠানে এমন একটা পরিবেশ সৃষ্টি করার দরকার যেখানে ছাত্ররা নৈতিক চরিত্রের অধিকারী হবে। তারা সমাজের জন্য ভাববে। ঘুষ মুক্ত সমাজ গড়ে তুলবে। এই লক্ষে এম এফ ই আর ডি সারা ভারতবর্ষের সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চমানের শিক্ষা সেমিনার করে আসছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর জীবন আদর্শে শিক্ষা গড়ে তুলতে পারলে ও আধুনিক বিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত করতে পারলে উন্নত ছাত্র-ছাত্রী সুস্থ সমাজ গড়ে উঠবে। মামুন ন্যাশনাল স্কুলে কর্মশালাটির প্রশিক্ষন দিলেন পুনে থেকে আগত ডক্টর গোফরান, হায়দ্রাবাদ থেকে হামিদ আলি, আসিফ আলী শেখ ও মৌলানা শেখ মুরসালিন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও ব্যবস্থাপনা করেন মামুন ন্যাশনাল স্কুলের সম্পাদক কাজি ইয়াসিন। এই সেমিনারে অংশগ্রহণ করেছিলেন বর্ধমান বাঁকুড়া হুগলীর বিভিন্ন সংখ্যালঘু মিশন ও শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক দেরকে উন্নতমানের ট্রেনিং দেওয়া হয়। ক্লাস রুমের পরিবেশ তৈরী করা , ছাত্রদের মেধার বিকাশের জন্য যা কিছু করা দরকার তার সম্পূর্ণ ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং পেয়ে শিক্ষক ও কর্মকর্তারা আনন্দ প্রকাশ করেন। আগামী দিনে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ধরনের উন্নত আধুনিক শিক্ষার মেলবন্ধন করার চেষ্টা করবেন বলে জানালেন আগত প্রতিনিধিরা। মামুন ন্যাশনাল স্কুলের সম্পাদক জানান এম এফ ই আর ডির ১০০ জন প্রতিনিধি গোটা রাজ্য ২৫ এর বেশি সেমিনার করছেন ছোট ছোট গ্রুপ করে। খলতপুর আল আমিন মিশনে সব চেয়ে বড় সেমিনারটি হবে। তার প্রস্তুতি হিসাবে মেমারিতে এই সেমিনার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct