আপনজন ডেস্ক: যুক্তরাজ্যের টেমসাইড শহরের নাগরিক মেয়র হিসেবে নিয়োগ পেয়েছেন তাফিন শরীফ। তিনি দুই বছরের (২০২৩-২৪) জন্য এই পদে নিয়োগ পেয়েছেন। গত ৯ মে টেমসাইডের সরকারি ওয়েবসাইটে তাঁর নিয়োগের কথা জানানো হয়। প্রথম মুসলিম ও জাতিগত সংখ্যালঘু শ্রেণি থেকে তাফিন শরীফই প্রথম এই পদে নিয়োগ পেয়েছেন। আগামী ২৩ মে মঙ্গলবার তাঁর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। টেমসাইড গ্রেটার ম্যানচেস্টারের একটি পৌরসভা শহর। পেশায় আইনজীবী তাফিন শরীফ ২০১৬ সাল থেকে মুসলির কাউন্সিলর হিসেবে প্রতিনিধিত্ব করছেন।তিনি বলেন, টেমসাইডের প্রথম মুসলিম ও জাতিগত সংখ্যালঘু নাগরিক মেয়র হিসেবে নিয়োগ পেয়ে আমি গর্বিত। আমার দায়িত্বকালেই ১ এপ্রিল ২০২৪ তারিখে অফিস ৫০ বর্ষপূর্তি উদযাপন করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct