আপনজন ডেস্ক: বয়স ৪২ ছুঁই ছুঁই। এর অনেক আগেই খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দিয়েছেন কত রথী-মহারথী। তবে ২২ গজের প্রতি তীব্র টান থেকেই হয়তো মহেন্দ্র সিং ধোনি এখনো খেলে যাচ্ছেন। শুধু খেলছেনই না, আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে প্লে-অফের পথে প্রায় এগিয়েও নিয়েছেন। এবারের আসরে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটধারী ব্যাটসম্যানদের তালিকায় তিনে (১৯৬.০০) তাঁর নাম। ৯ ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাতটিতেই অপরাজিত। তবে সবকিছুরই শেষ আছে। ধোনিও বোধ হয় বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষের শুরু করে ফেললেন! ভারতের সর্বজয়ী অধিনায়ক গত রাতে সেটার একটা ইঙ্গিতও দিয়ে রাখলেন। যেটিকে আরও জোরালো করে তুলেছে সুনীল গাভাস্কারের অটোগ্রাফ নেওয়ার ঘটনা। ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে এ মৌসুমের শেষ ম্যাচ খেলেছে চেন্নাই। যদিও রাতটা সুখকর হয়নি। কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হেরে গেছে ধোনির দল। সাধারণত গুরুত্বপূর্ণ কোনো জয় পেলে বা বড় উপলক্ষ থাকলে খেলোয়াড়েরা গ্যালারির সামনে ছুটে যান। তবে কলকাতার কাছে হেরে যাওয়ার পরও পুরো চেন্নাই দলকে দেখা গেল দর্শকদের কাছে যেতে, যার মধ্যমণি ধোনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct