এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাজ্য সচিবালয় নবান্নে সংবাদ সম্মেলনে থেকে সিপিএম সহ ডিএ আন্দোলনকারীদের নিশানা করে একাধিক বিষয়ে সরব হয়েছেন, পাশাপাশি চাকরি বাতিল হওয়া ৩৬ হাজার শিক্ষকের পাশে থাকার আশ্বাস দেন মমতা৷ সাম্প্রতিক সময়ে রাজ্য নিয়োগ দুর্নীতির অভিযোগে সিপিএমের পক্ষ থেকে একনাগাড়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নানাভাবে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করা হচ্ছে। একইভাবে ওই ইস্যুতে বিজেপিও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছে৷ মুখ্যমন্ত্রী আজ নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে সিপিএমের আমলে ‘চিরকুট’-এ চাকরি দেওয়া হয়েছে বলে চ্যালেঞ্জ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা আজ বলেন, ‘আমরা বেআইনি কিছু করতে চাই না, করবও না। চিরকুটে চাকরি তো সিপিএম দিয়েছে। আমি তো চ্যালেঞ্জ করে বলছি। তিনি এ ব্যাপারে বলেন, ‘গণশক্তি’তে যারা কাজ করত বা এখনও করে অনেকে তাদের বউরা কীভাবে শিক্ষকতায় চাকরি পেল? একটা পর্যালোচনা করলেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল রায় নিয়েও মুখ খোলেন মমতা৷ তিনি বলেন, ‘৩৬ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে। আমার কাছে প্রচুর ফোন আসছে, অনেকে আমার কাছে আসছে। প্রত্যেকের পরিবারে যদি ৬ জন করে থাকে, তাহলে রাতারাতি প্রায় ২ লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে। এটা বিচারাধীন বিষয়। তাই কিছু বলব না৷ চাকরিহারাদের আবেদন করব, ডিপ্রেশনে ভুগবেন না, মানসিক ভারসাম্য হারাবেন না, মন খারাপ করবেন না। আমাদের সরকার মানবিক। আইনি পথে যতদূর লড়তে হয় লড়ব৷’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct