আপনজন ডেস্ক: সম্প্রতি মক্কায় বেড়েছে বিদেশি নাগরিকদের আবাসন। এবার মক্কায় বসবাসের জন্য বিদেশি নাগরিকদের জন্য বৈধ এন্ট্রি পারমিট বাধ্যতামূলক করলো দেশটির সরকার। বিদেশি নাগরিকদের জন্য বৈধ এন্ট্রি পারমিট সঙ্গে রাখা ও প্রয়োজনে তা দেখানোর বিষয়টি বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। সোমবার (১৫ মে) থেকেই এ নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির জননিরাপত্তা সংক্রান্ত সরকারি সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি।সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, চলতি মৌসুমে হজযাত্রা নিয়ন্ত্রণ প্রচেষ্টার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক বাসিন্দাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রবেশের অনুমতি নিতে হবে। রোববার (১৪ মে) জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটির এক বিবৃতিতে বলা হয়, এখন থেকে মক্কার প্রতিটি প্রবেশপথে পুলিশি চেক পয়েন্ট থাকবে ও পুলিশ এসব পথে চলাচল করা সব যানবহনে তল্লাশি চালাতে পারবে। এমনকি, যেকোনো হজযাত্রী, নাগরিক ও বসবাসের অনুমোদনপ্রাপ্ত বিদেশিদেরও তল্লাশি করতে পারবে পুলিশ। ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটির বিবৃতিতে আরও বলা হয়, সব বিদেশি হজযাত্রীকে হজ ভিসার অনুলিপি সঙ্গে রাখা ও প্রয়োজনে পুলিশকে তা প্রদর্শনের জন্য অনুরোধ করা হচ্ছে। সেই সঙ্গে মক্কায় বসবাসের অনুমোদনপ্রাপ্ত প্রত্যেক বিদেশি নাগরিককে বৈধ এন্ট্রি পারমিট সঙ্গে রাখতে বলা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct