আপনজন ডেস্ক: এস্পানিওলের বিপক্ষে কাল রাতে বার্সেলোনার হয়ে মাঠে নামার সুযোগ পাননি লামিন ইয়ামাল। ১৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ম্যাচের স্কোয়াডেই রাখেননি বার্সা কোচ জাভি হার্নান্দেজ। এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে লিগ জয় নিশ্চিত হওয়ার পর বার্সার খেলোয়াড়েরা মাঠেই উদ্যাপন করেছেন। আর মাঠের বাইরে থেকেই রেকর্ড গড়েছেন ইয়ামাল। লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের রেকর্ড এখন ইয়ামালের। ১৫ বছর ৩০৫ দিন বয়সে বার্সার হয়ে লা লিগায় চ্যাম্পিয়ন হলেন স্পেনের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা মরক্কোন বংশোদ্ভূত এ ফরোয়ার্ড। লা লিগায় সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন হওয়ার এই রেকর্ডে ইয়ামাল পেছনে ফেলেছেন বার্সারই সাবেক ডিফেন্ডার মার্ক মুনিয়েসাকে।
২০০৮-০৯ মৌসুমে ১৭ বছর ৫১ দিন বয়সে লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন মুনিয়েসা। স্পেনের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা মুনিয়েসা এখন খেলছেন কাতারের ক্লাব আল-আরাবিতে। মুনিয়েসাকে টপকে ইয়ামালের এই রেকর্ড গড়ার তথ্য জানিয়েছে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট মিস্টারচিপ। গত ৩০ এপ্রিল রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগায় অভিষেক ইয়ামালের। সেদিনও রেকর্ড গড়েন তিনি। লা লিগার ইতিহাসে বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়াড় (১৫ বছর ২৯০ দিন) হিসেবে অভিষেকের রেকর্ড নিজের করেন নেন। তবে ট্রান্সফারমার্কেট ও ইএসপিএন সেদিন জানিয়েছিল, শুধু লা লিগা নয়, ইয়ামাল বার্সার ইতিহাসেই সর্বকনিষ্ঠ খেলোয়াড়। যদিও মিস্টারচিপ সেদিন টুইটে দাবি করেছিল, বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অফিশিয়াল ম্যাচে অভিষেকের রেকর্ড আমান্দো মার্তিনেজ সাহির। ১৯২০ সালের ১৪ নভেম্বর বার্সার হয়ে কাতালুনিয়া আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে। এস্পানিওলকে হারানোর পর তালিকার শীর্ষে থাকার বার্সার এখন ৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ পিছিয়ে ১৪ পয়েন্টে। নিজেদের বাকি ৪ ম্যাচে বার্সার সঙ্গে এই ব্যবধান ঘুচিয়ে শীর্ষে উঠতে পারবে না রিয়াল। এস্পানিওলের বিপক্ষে জয়েই এবার লিগ জয় নিশ্চিত হয়ে যায় বার্সার। দলটির কোচ জাভি হার্নান্দেজও এর মধ্য দিয়ে নাম লেখান একটি তালিকায়—বার্সার ইতিহাসে কোচ ও খেলোয়াড় হিসেবে লা লিগা জিতলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct