আপনজন ডেস্ক: মধ্যপ্রদেশের একজন সামাজিক কর্মী কেন্দ্রীয় সরকারের কাছে জাতীয় রাজধানীর হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ নগর করার দাবি জানিয়েছেন। মধ্যপ্রদেশের সাতনা থেকে তথ্যের অধিকার (আরটিআই) কর্মী রাজীব কুমার খারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে উপরোক্ত অনুরোধ জানিয়েছেন। চিঠির একটি অনুলিপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রেলমন্ত্রী অশ্বিনী বিষ্ণুকেও পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে মহাভারতের সময়, যেখানে আজ দিল্লি রয়েছে, এটি পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থ নগর হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। ইন্দ্র প্রস্থের স্মরণে আজ দিল্লিতে কোনো উল্লেখযোগ্য স্মৃতিস্তম্ভ নেই। তাই হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ইন্দরপ্রস্থ নগর করা হলে পাণ্ডু যুগের নামের অস্তিত্ব প্রতিষ্ঠিত হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct