শখের বাগান
শ্যামল বণিক
স্বপ্ননীল বণিক, পুরো নাম স্বপ্ননীল বণিক নৈসর্গ। এবার নকলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে! ছাত্র হিসাবে মাঝারী মানের হলেও ক্রিয়েটিভিটিতে স্বপ্ননীল যেন বিস্ময়কর এক গুনের অধিকারী! হাতের কাজে এই বয়সেই স্বপ্ননীল অবাক করেছে সবাইকে। বিভিন্ন সময় নানান রকম জিনিসপত্র তৈরী করে মুগ্ধ করে দিয়েছে নিকটজন সহ অনেককেই! শুধু তাই নয়, স্বপ্ননীল খুব ভালো ছবিও আঁকে, ইতিমধ্যে দেশের অনেক শীর্ষ জাতীয় দৈনিকেও ওর হাতে আঁকা ছবি ছাপা হয়েছে বা হচ্ছে! আঁকাআঁকিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও দক্ষতা সত্যিই তাক লাগানো। স্বপ্ননীল একজন পাখি প্রেমিও নিজের হাতে বাবা মায়ের সহযোগীতায় বাড়ির উঠানে গড়ে তুলেছে বিশাল এক কবুতরের খামার। নানান প্রজাতির আকর্ষণীয় অনেক কবুতর রয়েছে স্বপ্ননীলের কালেকশনে, সাথে রয়েছে কিছু মুরগীও। ওর খামারে মাসে প্রচুর বাচ্চা উদপাদন হয় মুরগীর ডিম উদপাদন হয়। ডিম থেকে নিজের পুষ্টির চাহিদাও মিটিয়ে নেওয়া সম্ভব হচ্ছে ওর জন্য! এবার স্বপ্ননীলের ভীষণ ইচ্ছে হলো একটা সবজীর বাগান করার, বাবার গলা জড়িয়ে ধরে বললো- বাবা, আমাকে কিছু টাকা দাও না!
বাবা: টাকা দিয়ে কি করবে সোনা? স্বপ্ননীল- সবজীর গাছ আর বীজ কিনবো বাবা, আমাদের খামারের সাথে খালি যে জায়গাটা আছে ওখানে একটা সবজী বাগান করবো। ছেলের মুখে এমন কথা শুনে বাবা খুব খুশি হলো বাবা: আচ্ছা ঠিক আছে যখন প্রয়োজন হয় নিও। বাবার আশ্বাস পেয়ে ছেলে খুব প্রেরণা পেলো এবং মাকে সাথে নিয়ে নেমে পড়লো বাগান প্রস্তুতের কাজে। কোদাল দিয়ে মাটি কুপিয়ে অনেক খেটেকুটে সম্পন্ন করলো বাগান তৈরীর প্রথম ধাপ।বিকেলে বাবার কাছ থেকে টাকা নিয়ে মাকে সাথে নিয়ে কিনে আনলো লাউ শিম টমেটো ঢেঁড়শ লাল শাক সহ বেগুনের কিছু চারা। বুদ্ধি খাটিয়ে পরিকল্পিতভাবে সেই সব বীজ বেগুনের চারাগুলো সুন্দর ভাবে রুপন করলো স্বপ্ননীল আর ওর মা দুজন মিলে। তখন থেকেই স্বপ্ননীল আর ওর মা নিয়মিত সেই বাগান পরিচর্যা করতে আরম্ভ করলো এবং অল্প কিছুদিনের মধ্যে সফলতাও ধরা দিলো ওদের, দৃশ্যমান হতে শুরু করলো স্বপ্ননীলের শখের বাগানটি! ওর লাগানো সকল প্রকার সবজী গাছেই ফুল আসতে শুরু করলো সাথে ফলনও। লাল শাকগুলো চমৎকারভাবে গজাতে শুরু করলো! সবজীতে সবজীতে ভরে গেলো স্বপ্ননীলের শখের বাগান। ছুটির দিনগুলোতে মাকে সাথে নিয়ে মহা আনন্দে স্বপ্ননীল সবজী তুলে নিজেরাও খায় নিজের পিশিমনির বাড়িতে পাঠায় প্রতিবেশীদের মধ্যেই কিছু বিতরন করে। বাবা মায়ের সাথে পরামর্শ করে আগামীতে আরো ব্যাপক পরিসরে সবজী বাগান সাথে ফুল ফলের বাগান করার পরিকল্পনা ইতিমধ্যেই আরম্ভ করে দিয়েছে স্বপ্ননীল বণিক নৈসর্গ!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct