আপনজন ডেস্ক: অধিকার ও স্বাধীনতা রক্ষায় বিচার বিভাগই একমাত্র ভরসা বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর প্রথমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে পাকিস্তানের গণতন্ত্র সবচেয়ে খারাপ অবস্থায় আছে। এ সময়, বিচার বিভাগের ওপর আস্থার কথা জানিয়ে ইমরান খান বলেন, অধিকার ও স্বাধীনতা রক্ষায় এটিই একমাত্র ভরসা। ইমরান খান বলেন, আমার নামে প্রায় ১৫০টি মামলা দায়ের করা হয়েছে। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে যা বিরল। কারণ এর আগে কোনো নেতার বিরুদ্ধে এতো রাজনৈতিক মামলা ছিল না দেশটিতে। এদিকে, ইমরান খানের প্রতি সাম্প্রতিক আচরণের কারণে বিচার বিভাগের ওপর চরম ক্ষেপেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অভিযোগ, ইমরান খানকে লোহার ঢালের মতো রক্ষা করছে বিচার বিভাগ। এ অবস্থায় ক্ষমতাসীন জোট সরকার পাকিস্তানে ‘আইনের শাসন’ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct