আপনজন ডেস্ক: (শনিবার) ইরাকের তেলমন্ত্রী হায়ান আব্দুল গানি সেদেশের অশোধিত তেলের মজুদ আরও ১০ বিলিয়ন ব্যারেল এবং প্রাকৃতিক গ্যাসের পরিমাণ ৮ ট্রিলিয়ন ঘনফুট বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। ইরাকের দক্ষিণাঞ্চলের শহর বসরায় এ ঘোষণা দেন তিনি। ইরাক সরকার বসরার কাছে যোবায়ের ও হারিসি সহ নানা জায়গার অনুসন্ধান ডেটা বিশ্লেষণ করে এমন উপসংহারে পৌঁছায়। ইরাক ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ এবং ইরাকের সরকারি আয়ের ৯০ শতাংশ অশোধিত তেল রপ্তানি থেকে আসে। তবে, নতুন মজুদের এখনো স্বীকৃতি দেয়নি ওপেক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct