আপনজন ডেস্ক: ফোস্কা পড়ে সাধারণত জুতো বা বুট পরার কারণে ত্বকে ঘর্ষণজনিত কারণে।এছাড়া শরীরের কোনও অঙ্গে আগুনের স্পর্শ, গরম তেল, গরম জল পড়লে কিংবা পুড়ে গেলেও ফোস্কা পড়ে। ফোস্কার জল পরিশোষিত না হওয়া পর্যন্ত ফোস্কায় টান থাকে। এতে বেশ অস্বস্তি লাগে। তাই বলে অকারণে ফোস্কা না ফাটানোই ভালো। ফোস্কা ফাটালে সংক্রমণের ঝুঁকি থাকে। তবে ফোস্কা বড় হলে এবং টান বেশি থাকলে সতর্কতারসহ তা ফোটানো যায়। তবে সেটা চিকিৎসকের সঙ্গে পরামর্শের পর। তবে ছোট ফোস্কা হলে তা বাড়িতেও ফাটানো যায়। এর জন্য প্রথমে প্রথমে সাবান ও জল দিয়ে ফোস্কা পড়া স্থান ভালো করে ধুয়ে নিন। একই উপায়ে আপনার হাত দুটোও ধুয়ে ফেলুন। একটি সরু সুঁই আগুনের শিখায় গরম করে কিংবা স্পিরিটে ভালোমতো চুবিয়ে নিয়ে সুঁইটিকে জীবাণুমুক্ত করুন। এরপর ফোস্কার গোড়ার দিকে সুঁইয়ের ডগা দিয়ে ছোট ছিদ্র করুন। সুঁইটি বের করে আনার পর ভেতরের তরল ধীরে ধীরে বের হতে থাকবে। এরপর পরিষ্কার জীবাণুমুক্ত শুকনো তুলো দিয়ে ফোস্কার তরল মুছে ফেলুন এবং পরিষ্কার জীবাণুমুক্ত শুকনো তুলো ও গজ দিয়ে ড্রেসিং করুন। ফোস্কা ইতিমধ্যে নিজে নিজে ফেটে গেলে ক্ষতটি খোলা রাখুন। সংক্রমণের চিহ্নগুলো পর্যবেক্ষণ করুন। এরপর চিকিৎসকের পরামর্শ নিয়ে সেখানে অ্যান্টিসেপটিক লোশন কিংবা ক্রিম লাগান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct