আপনজন ডেস্ক: চার দশকের আল-আমীনের শুরু হয়েছিল বাংলা মাধ্যমের ৭ জন পড়ুয়া নিয়ে। বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীরাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল পরীক্ষায় উজ্জ্বল সাফল্যের ধারা বজায় রেখেছে। মাত্র এক দশক আগে সীমিত পরিসরে শুরু হয়েছে মিশনের ইংরেজি মাধ্যমের শিক্ষাব্যবস্থা। বাংলার পাশাপাশি মিশনের ইংরেজি মাধ্যমের ছাত্র-ছাত্রীদের নজরকাড়া সাফল্যে স্বভাবতই অভিভাবকরা বেজায় খুশি। গত ১২ মে প্রকাশিত এবছরের রেজাল্টেও সেই ধারা বিদ্যমান। রাজ্যের তিনটি—খড়গপুর, বীরভূমের চিনপাই, শিলিগুড়ির মিলনমোড় ও মধ্যপ্রদেশের ইন্দোর অর্থাৎ মোট চারটি বয়েজ ক্যাম্পাস এবং শিলিগুড়ির একমাত্র গার্লস ক্যাম্পাসের মোট ২০৭ জন ছাত্র-ছাত্রী সিবিএসই দশমের পরীক্ষায় এ বছর বসেছিল। এদের মধ্যে ৯০ থেকে ১০০ শতাংশ নম্বর পেয়েছে ৩৭ জন ছাত্র-ছাত্রী, ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছে ৮১ জন। ২০৭ জনের মধ্যে ৯৮.২ শতাংশ নম্বর পেয়ে আল-আমীনে প্রথম স্থান অধিকার করেছে খড়গপুর শাখার মহ. ফিরদৌস আলম। চিনপাই শাখার শাহাবুল মণ্ডল ও মাসাদুর হোসেন যথাক্রমে ৯৭ ও ৯৫.৪ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। মেয়েদের মধ্যে যৌথভাবে প্রথম হয়েছে শিলিগুড়ি শাখার সামিয়া আখতার ও তাহশিন আঞ্জুম। তারা উভয়েই ৯১.৬ শতাংশ নম্বর পেয়েছে।
দ্বাদশ শ্রেণিতেও মিশনের ছাত্র-ছাত্রীরা চমকপ্রদ ফল করেছে। খড়গপুর শাখায় ছাত্র ও শিলিগুড়ি শাখায় ছাত্রী অর্থাৎ মাত্র দুটি শাখাতেই আবাসিক ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে। উভয় শাখায় কেবলমাত্র বিজ্ঞান বিভাগ বর্তমান। এবছর সিবিএসই দ্বাদশ পরীক্ষায় মোট ৬৫ জন ছাত্র-ছাত্রী বসেছিল। এদের মধ্যে ৯৪ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে খড়গপুর শাখার আশফাকউল্লা শেখ। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হয়েছে খড়গপুর শাখারই মহ. আজমাউদ্দিন (৯৩.৪% নম্বর), রাসেল রানা (৯২.৬%) ও মহ. রোমান আহমেদ(৯২.২%)। ৯১.৪ শতাংশ নম্বর পেয়ে মিশনে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে শিলিগুড়ি শাখার নিলোফার রশিদ। ৯০ থেকে ১০০ শতাংশ নম্বর পেয়েছে ৭ জন ছাত্র-ছাত্রী, ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছে ১৯ জন। সিবিএসই দশম ও দ্বাদশের এই ফলাফলে মিশনের সমস্ত শাখায় স্বভাবতই খুশির পরিবেশ। মিশনের সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও মুবারকবাদ জানিয়েছেন। তিনি বলেন, মিশনের ইংরেজি মধ্যমের শাখায় ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য দিন প্রতিদিন অবিভাবক-অভিভাবিকাদের চাহিদা বাড়ছে। মিশনের প্রাক্তন ছাত্রী-ছাত্রীদের ছেলেমেয়েদের ভর্তির জন্যও অনেকেই প্রতিনিয়ত হাজির হচ্ছে। সেকারণে আমাদের নতুন শাখা চালু করতে হচ্ছে। উপরে উল্লিখিত দশম শ্রেণির ৫ টি ও দ্বাদশ শ্রেণির ২ টি ক্যাম্পাস ছাড়াও বীরভূমের চিনপাই (গার্লস), মালদা (বয়েজ), বহরমপুর (বয়েজ), বজবজ (বয়েজ ও গার্লস), সাঁতরাগাছি (গার্লস) এবং ইন্দোর (গার্লস) ক্যাম্পাসে ইংরেজি মাধ্যমের পড়াশোনা শুরু হয়ে গেছে। উল্লেখ্য, সাঁতরাগাছি ও বজবজ ক্যাম্পাসদ্বয় দ্বাদশ শ্রেণি স্তরের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct